অলস্পোর্ট ডেস্ক: তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো ফুরফুর মেজাজে রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা একজন ইংরেজ সাংবাদিককে রীতিমতো ভরা সাংবাদিক সম্মেলনে ট্রোল করার মেজাজে ছিলেন তিনি। যদিও এদিন তিনি হাজির ছিলেন না। গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়েছে। তৃতীয় টেস্টের আগে অধিনায়ককে সেই ইংরেজ সাংবাদিকের প্রশ্নের কথা মনে করিয়ে দেওয়ার পরই তাঁর খোঁজ করেন গিল, বলেন, “আমি আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না। সে কোথায়? আমি তাকে দেখতে চেয়েছিলাম।” তাঁর এই ভূমিকায় হাসিতে ফেঁটে পড়েন বাকি সাংবাদিকরা।
প্রাথমিকভাবে গিলকে অধিনায়ক করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। ইংল্যান্ডের মাটিতে একঝাঁক নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে ভালো খেলা নিয়ে রীতিমতো সংশয় ছিল। তবে প্রথম ম্যাচ থেকেই এই দল নিজেদের প্রমাণ করেছে। অধিনায়ক গিল সব প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। এই অবস্থায় তিনি এবং তাঁর দল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে।
শুনুন মজা করে কী বলছেন শুভমান গিল—
এবার লর্ডসে প্রমাণ করার পালা। প্রথম টেস্টে একটা সময় পর্যন্ত ভারতই এগিয়ে ছিল। কিন্তু শেষবেলায় সেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। কিন্তু দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষকে কোনও জায়গাই ছাড়েনি ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ফল এখন ১-১। যে কারণে লর্ডস টেস্ট দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেই জিতবে সেই এগিয়ে যাবে সিরিজে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





