অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। চতুর্থ দিনের শেষে একটু হলেও অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া। ভারতের সামনে শেষ দিনের জন্য ২৮০ রানের লক্ষ্যমাত্রা। তবে এই সবকে ছাঁপিয়ে গিয়েছে শুবমান গিল-এর আউট বিতর্ক। দ্বিতীয় ইনিংসে প্রথম তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে গিয়েছে। তার মধ্যে অন্যতম ওপেনার শুবমান গিল। তবে তাঁর আউট ঘিরে এই মুহূর্তে তোলপাড় ক্রিকেট বিশ্ব। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ- সকলেই প্রশ্ন তুলছে আম্পায়ারিং নিয়ে। তার মধ্যে শুবমানের টুইট সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শুবমানের আউটের ক্যাচের সেই ছবি। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? স্কট বোল্যান্ড বল করছিলেন। ব্যাটে তখন শুবমান গিল। স্কটের বল শুবমানের ব্যাটে লেগে তৃতীয় স্লিপের দিকে যায়। সেই সময় সেখানে ছিলেন ক্যামেরন গ্রিন। বাঁদিকে ঝাঁপিয়ে সেই বল মুঠোবন্ধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই ক্যাচ আউটের আবেদন জানান ক্যামেরন। ফিল্ড অম্পায়াররা কোনও সিদ্ধান্ত নিতে না পেরে তা তৃতীয় আম্পায়ারের কোর্টে পাঠান।
স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সেই দৃশ্য বার বার ফুটে ওঠে। যা দেখে মনে হচ্ছিল বল ক্যাচ হওয়ার আগেই মাটি স্পর্শ করেছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দেন। তার পর থেকেউ উত্তাল ক্রিকেট বিশ্ব। শুবমার আউটের পরই চা পানের বিরতি দিয়ে দেন আম্পায়ার। তখনই উত্তাল হয়ে ওঠে গ্যালারি। গ্যালারি থেকে ‘চিট’ ‘চিট’ চিৎকার শোনা যায়।
এর পরই খেলা শেষে সেই ক্যাচের ছবি টুইট করেন স্বয়ং শুবমান গিল। যাতেও মনে হচ্ছে বল মাটি স্পর্শ করেছিল। একান্তই বুঝতে না পারলে, এই পরিস্থিতিতে বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। রিকি পন্টিং, কুমার সঙ্গাকারা থেকে রবি শাস্ত্রী সকলেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন। মাঠেই রাগ প্রকাশ করতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার