Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅ্যাশেজে ব্র্যাডম্যানের পরেই স্টিভ স্মিথ, ছুঁলেন ওয়াকেও

অ্যাশেজে ব্র্যাডম্যানের পরেই স্টিভ স্মিথ, ছুঁলেন ওয়াকেও

অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ খেলার দীর্ঘতম ফর্ম্যাটে নিজের ৩২তম সেঞ্চুরি করে কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে এটা স্মিথের অষ্টম সেঞ্চুরি। দুর্দান্ত ফর্মের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ১৮৪ বলে ১৫টি বাউন্ডারির সঙ্গে ১১০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পন্টিং। তাঁর দখলে ৪১টি শতরান রয়েছে। স্টিভ ওয়া করেছেন ৩২টি শতরান। একটি প্রতিবেদনে বলা হয়েছে স্মিথই এখন দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরির রেকর্ড গড়ে তুলেছেন। ইতিমধ্যেই ৯৯ তম টেস্টের ১৭৪তম ইনিংসে তিনি ৩২ টি সেঞ্চুরি করেছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের মাঠে স্মিথ তাঁর অষ্টম টেস্ট সেঞ্চুরি করলেন।

অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসাবে স্মিথের নাম ওঠে লর্ডসের বোর্ডে। এর আগে লর্ডসের মাঠে একাধিক ক্রিকেটার সেঞ্চুরি হাকিয়েছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য স্যার ডন ব্র্যাডম্যান(১৯৩০,১৯৩৮) বিল ব্রাউন(১৯৩৪,১৯৩৮) ওয়ারেন্ বার্ডসলে(১৯১২,১৯২৬)। এখন তাঁদের সঙ্গে নাম জুড়ে যায় স্টিভ স্মিথেরও। স্মিথ অ্যাশেজ ১২টি শতরান করে জ্যাক হবসকে টপকে যাওয়ার কাছাকাছি চলে এসেছেন স্টিভ স্মিথ। দুজনেই অ্যাশেজে ১২টি করে সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান এই তালিকায় ১৯টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। 

স্মিথের অনেক পুরনো স্মৃতি রয়েছে লর্ডসের মাঠে। ২০১০ সালে এই মাঠেই তাঁর প্রথম অভিষেক হয়ছিল টেষ্ট ম্যাচ দিয়ে। যদিও সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তেমন রান তিনি পাননি। ২০১৫ তে তিনি এই মাঠেই ২১৫ রান করেছিলেন। বৃহস্পতিবার সেই লর্ডসেই দ্বিতীয়বার শতরান করলেন স্মিথ।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়া ৪১৬ রান করে। যার মধ্যে স্মিথ একাই করেন ১১০ রান। তিনি ছাড়াও রান পেয়েছে ট্রেভিস হেড(৭৭), ডেভিড ওয়ার্নার (৬৬), এবং মার্নাস লাবুশাগনে (৪৭)। ইংল্যান্ডের হয়ে জশ টঙ্গি, জো রুট এবং ওলি রবিনসন তিনটি উইকেট নেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments