অলস্পোর্ট ডেস্ক: একটা অসাধারণ লড়াই। একটা অনবদ্য সাফল্য। একদল মেয়ের করে দেখানোর প্রতিজ্ঞা, যার দিকে তাকিয়ে ছিল পুরো দেশ। শুধু কি সাধারণ মানুষ? এদিন গ্যালারি ভরিয়েছিল ক্রিকেটপ্রেমী জনতা। ভিআইপি গ্যালারিতে কে ছিলেন না। সচিন তেন্ডুলকরের হাত দিয়েই ট্রফি নেওয়া হয়েছিল মাঠে। তার পর পুরো ম্যাচ দেখলেন তিনি। ছিলেন ভিভিএস লক্ষ্মণ, সুনীল গাভাস্কার, রোহিত শর্মা, নীতা আম্বানি-সহ আরও অনেকে। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়ারা তো ছিলেনই বিশ্বকাপের প্রথম থেকেই ধারাভাষ্যকারদের দলে। তবে যাঁরা মাঠে ছিলেন না তাঁরা চোখ রেখেছিলেন টেলিভিশনে, মোবাইলের পর্দায়। সেই তালিকায় যেমন ছিল অস্ট্রেলিয়ায় টি২০ খেলা ভারতীয় দল, তেমনই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন একজনও এই তালিকায় থাকলেন যিনি এখন নিজেও বিশ্বকাপ খেলতে ব্যস্ত, তবে দাবা বিশ্বকাপ। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ।
দেখে নেওয়া যাক কে কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





