Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটযুজবেন্দ্র চাহাল-কে নিয়ে ভাবা উচিত ম্যানেজমেন্টের, বললেন সৌরভ

যুজবেন্দ্র চাহাল-কে নিয়ে ভাবা উচিত ম্যানেজমেন্টের, বললেন সৌরভ

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩, যা আর কিছুদিনের মধ্যেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই শুরু করে দিয়েছেন দিনগোনা। সেই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ম্যানেজমেন্টকে এই লেগ স্পিনারের দিকে নজর দিতে বলছেন। যুজবেন্দ্র চাহাল ভারতের অভিজ্ঞ বোলার। সৌরভ মনে করেন, ভারতীয় দলের কুলদীপ যাদব, রবি বিষ্ণোই-ও ভাল রিস্ট স্পিনার, কিন্তু তাদের পাশাপাশি চাহালকেও সুযোগ দেওয়া উচিত।

গতবছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে চাহা‌লকে দলে নেওয়া হয়েছিল বটে, কিন্তু তাঁকে খেলানো হয়নি গোটা টুর্নামে‌ন্টে। এরপর সেমিফাইনালে ভার‌ত ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় দলকে বিদায় নিতে হয়েছিল সেই টুর্নামে‌ন্ট থেকে। তবে সম্প্রতি চাহা‌ল ২০২৩ আইপিএলে বেশ ভাল পারফরম্যান্স করেছেন।

এক সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, ‘‘(রবি) বিষ্ণোই এবং কুলদীপও (যাদব) রয়েছে। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল অনেক বড় টুর্নামেন্ট মিস করছে। সে ২০ ওভার বা ৫০ ওভার, যাই হোক না কেন, অত্যন্ত ধারাবাহিক ভাবে ছোট ফরম্যাটে ভাল পারফর্ম করেছে। যার জন্য ওর দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ।’’

তাঁর দাবি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দেশের খেলোয়াড়রা আমাদের দেশের রিস্ট স্পিনারদের সঙ্গে লড়াইয়ে সব সময় সমস্যায় পড়েন। তার উপর আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে, ফলে আমরা সুবিধা পাব বেশী।

তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কিংবা দক্ষিণ আফ্রিকাকে সামলাতে রিস্ট স্পিনারদের দরকার। ২০১১-তে যেমন পিযুষ চাওলা খুব ভা‌ল বল করেছিলেন।’’

‘‘২০০৭-এ যখন আমরা দক্ষিণ আফ্রিকা গিয়েছিলাম, ফাস্ট বোলারদের পাশাপাশি রিস্ট স্পিনাররাও খুব ভাল পারফর্ম করেছিলেন। হরভজন সিং তখন দলে ছিল। আমি মনে করি ভারতীয় দলের কন্ডিশন অনুযায়ী রিস্ট স্পিনারদের খুবই দরকার রয়েছে।’’

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তাঁর স্পিনের সাহায্যে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। সে’বার ৮টি ম্যাচে ১২টি উইকেট একাই তুলে নিয়েছিলেন চাহাল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু করতে চলেছে ভারত।

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩, যা আর কিছুদিনের মধ্যেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই শুরু করে দিয়েছেন দিনগোনা। সেই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ম্যানেজমেন্টকে এই লেগ স্পিনারের দিকে নজর দিতে বলছেন। যুজবেন্দ্র চাহা‌ল ভারতের অভিজ্ঞ বোলার। সৌরভ মনে করেন, ভারতীয় দলের কুলদীপ যাদব, রবি বিষ্ণোই-ও ভাল রিস্ট স্পিনার, কিন্তু তাদের পাশাপাশি চাহালকেও সুযোগ দেওয়া উচিত।

গতবছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে চাহা‌লকে দলে নেওয়া হয়েছিল বটে, কিন্তু তাঁকে খেলানো হয়নি গোটা টুর্নামে‌ন্টে। এরপর সেমিফাইনালে ভার‌ত ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় দলকে বিদায় নিতে হয়েছিল সেই টুর্নামে‌ন্ট থেকে। তবে সম্প্রতি চাহা‌ল ২০২৩ আইপিএলে বেশ ভাল পারফরম্যান্স করেছেন।

এক সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, ‘‘(রবি) বিষ্ণোই এবং কুলদীপও (যাদব) রয়েছে। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল অনেক বড় টুর্নামেন্ট মিস করছে। সে ২০ ওভার বা ৫০ ওভার, যাই হোক না কেন, অত্যন্ত ধারাবাহিক ভাবে ছোট ফরম্যাটে ভাল পারফর্ম করেছে। যার জন্য ওর দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ।’’

তাঁর দাবি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দেশের খেলোয়াড়রা আমাদের দেশের রিস্ট স্পিনারদের সঙ্গে লড়াইয়ে সব সময় সমস্যায় পড়েন। তার উপর আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে, ফলে আমরা সুবিধা পাব বেশী।

তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কিংবা দক্ষিণ আফ্রিকাকে সামলাতে রিস্ট স্পিনারদের দরকার। ২০১১-তে যেমন পিযুষ চাওলা খুব ভা‌ল বল করেছিলেন।’’

‘‘২০০৭-এ যখন আমরা দক্ষিণ আফ্রিকা গিয়েছিলাম, ফাস্ট বোলারদের পাশাপাশি রিস্ট স্পিনাররাও খুব ভাল পারফর্ম করেছিলেন। হরভজন সিং তখন দলে ছিল। আমি মনে করি ভারতীয় দলের কন্ডিশন অনুযায়ী রিস্ট স্পিনারদের খুবই দরকার রয়েছে।’’

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তাঁর স্পিনের সাহায্যে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। সে’বার ৮টি ম্যাচে ১২টি উইকেট একাই তুলে নিয়েছিলেন চাহাল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু করতে চলেছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments