Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলঋষভ পন্থকে 'স্ট্যান্ডিং ওভেশন' সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ঋষভ পন্থকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

অলস্পোর্ট ডেস্ক: বুধবার আইপিএল ২০২৪-এ আরও একটি শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচ হল, যেখানে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটানসকে হারিয়ে দেয়। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের চার রানের জয়ে ঋষভ পন্থের অপরাজিত হাফসেঞ্চুরি বড় ভূমিকা নিল। পাশাপাশি টি২০ বিশ্বকাপের জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসাবে তাঁর জায়গা দৃঢ় করলেন।

অধিনায়ক পন্থ এবং অক্ষর প্যাটেল ৬৮ বলে ১১৩ রানের পার্টনারশিপ করেন। এই দু’ জনের ব্যাটের দাপটে দিল্লি তৈরি করে ব্যক্তিগত অর্ধশতকের দ্রুত ফায়ার করে ডিসিকে ৪ উইকেটে ২২৪ রান করে গুজরাটে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

জবাবে, সাই সুদর্শন (২৯ বলে ৬৫) এবং ডেভিড মিলার (২৩ বলে ৫৫) অর্ধশত রান করেন, যেখানে রশিদ খান ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন কিন্তু তারপরও জিটি জয় ছিনিয়ে নিতে পারেননি। ২০ ওভারে তাদের ইনিংস ৪ উইকেটে ২২০ রানে শেষ হয়ে যায়।

এদিন প্রথমে বিরাট করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দেন ফন্থ, ৪৩ বলে (৫X৪, ৮X৬) ৮৮ রানে অপরাজিত থাকেন, তাঁর এই ইনিংস জাতীয় নির্বাচকদের জন্য তাঁর টি২০ বিশ্বকাপ নির্বাচন সহজ করে দিল।

১৬তম ওভারের প্রথম বলে মোহিত শর্মার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। ডিসি ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন প্রথম থেকেই মাঠে উপস্থিত ছিলেন দলকে আত্মবিশ্বাস দিতে। শুরুতে বেশ কিছুটা চিন্তিতই দেখাচ্ছিল তাঁকে। কিন্তু পন্থ হাফসেঞ্চুরি করতেই স্বস্তি ফেরে। তাঁকে দেখা যায় পন্থের শটে উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments