সুচরিতা সেন চৌধুরী: আইপিএল শেষ হলেই দরজায় কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই আইসিসির নিয়ম মেনে প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সব সময়ের মতই এই দল নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। ব্যাটিং থেকে বোলিং সব ডিপার্টমেন্ট নিয়েই প্রশ্ন উঠছে। ভারতীয় ক্রিকেটের বিশেষজ্ঞরা নির্বাচকদের চিন্তা-ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন কিন্তু বোর্ডের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টি২০ বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে পজিটিভ দিক তুলে ধরলেন। তুলে ধরলেন নির্বাচকদের যুক্তিও।
শুক্রবার বেঙ্গল প্রো টি২০ লিগ ট্রফি উদ্বোধনে এসে ভারতের টি২০ বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলে রাখা হয়েছে চার স্পিনার। তা নিয়ে অনেক কথা উঠছে। সৌরভ কিন্তু বলছেন, সঠিক সিদ্ধান্ত। এবং কেন সঠিক সিদ্ধান্ত তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। টি০ বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। সৌরভ কিন্তু অনেক আগেই অক্ষর প্যাটেলের জন্য বাজি ধরেছিলেন।
সৌরভ বলেন, “আমার মতে চার স্পিনারকে দলে রাখার সিদ্ধান্ত ভুল নয়। তার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানে উইকেট মন্থর। বল ঘুরবে। আর সে কারণেই চার স্পিনারকে রাখার সিদ্ধান্ত সঠিক। ওয়েস্ট ইন্ডিজ বলেই চার স্পিনারের কথা ভাবা হয়েছে। ওখানে মাঠও অনেক বড়। সব মিলে চার স্পিনারের সিদ্ধান্ত একদম সঠিক।”
শুধু কি স্পিনার ইস্যু। বিশ্বকাপ দলের আরও একটি সিদ্ধান্ত নিয়েও সর্বত্র প্রশ্ন উঠছে। আর সেটা হল রিঙ্কু সিংয়ের মতো টি২০ ফর্ম্যাটের অন্যতম সেরা প্লেয়াারের দলে সুযোগ না পাওয়া। রিঙ্কু সিং দলে থাকলে তিনি যে খুশিই হতেন সেটাও পরিষ্কার। তিনি সুযোগ না পাওয়ার সৌরভও হতাশ তবে তাঁর দলে সুযোগ না পাওয়ার পিছনে যুক্তিযুক্ত কারণও দেখিয়েছেন তিনি। বলেন, “আমার মনে হয় চার স্পিনারকে দলে জায়গা দিতেই রিঙ্কুকে বাদ দিতে হয়েছে। তবে রিঙ্কু সবে শুরু করেছে, সামনে এখনও অনেক সময় পড়ে রয়েছে। খেলার অনেক সুযোগ আসবে ওর সামনে।”
যদিও অনেকেই মনে করছেন আইপিএল-এর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বেরাজালে আটকেই রিঙ্কু নিজেকে প্রমাণ করতে পারেননি আর সে কারণেই তাঁর বিশ্বকাপগামী ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি। সৌরভের যুক্তি অবশ্য একদমই ভিন্ন।
পাশাপাশি ঋষভ পন্থের ভূয়শী প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়। গাড়ি দুর্ঘটনার পর ক্রিকেটের মূলস্রোতে ফিরেছেন চলতি আইপিএলে। ফিরেই নিজেকে প্রমাণ করে চলেছেন। যার ফলে সুযোগ এসে গিয়েছে বিশ্বকাপ দলেও। তিনিই দলের এক নম্বর উইকেট কিপার। সৌরভ বলছিলেন, “পন্থ দারুণ প্লেয়ার, ও বিশ্বকাপেও ভাল করবে। ওকে অনেক শুভেচ্ছা।” তবে সঞ্জু স্যামসন, শিবম দুবেরা দলে জায়গা পাওয়ায়ও খুশি সৌরভ। তিনি বলছেন, ওরা সকলেই ম্যাচ উইনার। সঙ্গে বিরাট কোহলির নেট রান রেট প্রসঙ্গ একবাক্যে উড়িয়ে দিয়েছেন এক সময়ের দাপুটে অধিনায়ক।
বিশ্বকাপ দল নিয়ে খুশি সৌরভ। তাঁর মতে সঠিক দলই বেছে নিয়েছেন নির্বাচকরা। এবং তিনি আস্থা রাখছেন রাহুল-রোহিত জুটি উপরও। তাঁর বিশ্বাস কোচ-অধিনায়ক সেরা একাদশও সঠিকই বাছবেন। এর পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন একদিনের বিশ্বকাপেও ভারত সেরা দল নিয়েই নেমেছিল। এবারও ভাল দল নিয়েই যাচ্ছে। যার ফলে টি২০ বিশ্বকাপে ভারতের পারফর্মেন্স নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার