অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যার নেতৃত্বে ‘মেন ইন ব্লু’ দক্ষিণ আফ্রিকায় ২০০৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, শনিবার আহমেদাবাদে পৌঁছে গেলেন। আয়োজক দেশ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখবেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতকে তিনটি আইসিসি শিরোপা জিতিয়েছেন — ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি — তাঁরও বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকার সম্ভাবনা রয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, শনিবার শহরে পৌঁছানোর পর আহমেদাবাদ বিমানবন্দর থেকে চেক আউট করার ছবি দেখা সামনে এসেছে। প্রাক্তন অধিনায়ক, যাঁকে ভারতীয় ক্রিকেটের উত্থানের জন্য স্মরণ করা হয়, বিশেষত বিদেশে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে, এবং তাঁর অধিনায়কত্বে দলের মধ্যে যে আক্রমণাত্মক মানসিকতা এসেছিল এবং জয়ের খিদে তৈরি হয়েছিল সেটাই এগিয়ে দিয়েছিল ভারতীয় দলকে। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের এমনটাই প্রয়োজন ছিল। সেই ধারাই পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং এখন রোহিত শর্মা।
২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে ২০ বছর পর। “ভারতকে এই মুহূর্তে বিধ্বংসী দেখাচ্ছে। আমি আহমেদাবাদের জন্য তাদের শুভকামনা জানাই। টুর্নামেন্টে ভারত খুব ভাল খেলেছে। মাত্র একটি ম্যাচ এবং অস্ট্রেলিয়া তাদের এবং বিশ্বকাপ ট্রফির মধ্যে দাঁড়িয়ে আছে। ভারত যদি তাদের মতো খেলতে থাকে তাহলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত যে পারফর্ম করেছে, তাহলে তাদের থামানো কঠিন হবে। অস্ট্রেলিয়ারও একটি ভাল দল থাকায় এটি একটি ভাল ম্যাচ হবে, “সৌরভ শুক্রবার সাংবাদিকদের বলেন।
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের জয় ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছিল। রোহিত শর্মা এবং শুভমান গিলের ভাল শুরুর পর, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার একটি করে সেঞ্চুরি ভারতকে বিশাল লক্ষ্যে পৌঁছে দেয়।
কেএল রাহুল ভারতকে ৩৯৭/৪-এর স্কোরে থামতে ফিনিশিং টাচ দেন। এর পর মহম্মদ শামির স্পেলে কিউইদের লাইনচ্যুত করতে এবং আহমেদাবাদে ভারতের পৌঁছনো নিশ্চিত করতে একাই সাত উইকেট তুলে নেন। দ্বিতীয় সেমিফাইনালে, কলকাতার ইডেন গার্ডেনে ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রীতিমতো বেগ পেতে হয়।
কিন্তু সঠিক সময়ে তাঁরা খেলায় ফিরে আসে এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং স্পিডস্টার মিচেল স্টার্ক তাদের স্নায়ু ধরে রেখে তিন উইকেটে জয় ছিনিয়ে নেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার