অলস্পোর্ট ডেস্কঃ আইপিএল জেতার থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অনেক সহজ। ২০০৭-এর উদ্বোধনী আসরের পর থেকে ভারত আর একবারও টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে পারেনি। তা সত্ত্বেও বিশ্বকাপ ও আইপিএলের তুলনা প্রসঙ্গে এমনটাই মত পোষণ করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বলেন, ‘বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন, কেননা সেখানে ১৪টি (লিগ) ম্যাচ খেলার পরেও প্লে-অফের বাধা টপকাতে হয়। (টি-২০) বিশ্বকাপে ৪-৫টি ম্যাচ খেলেই সেমিফাইনালে ওঠা যায় এবং তার পরেই ফাইনাল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭টি (অন্তত ১৬টি) ম্যাচ খেলতে হয়।’
কোহলি পরবর্তী জমানায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যে সঠিক ব্যক্তি, সেই মতই প্রতিষ্ঠিত করতে চান আরও একবার। তাঁর দাবি, ক্যাপ্টেন হিসেবে ৫ বার আইপিএল জেতা মোটেও সহজ কাজ নয়। সৌরভ বলেন, ‘রোহিতের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ও আর এমএস ধোনি (ক্যাপ্টেন হিসেবে) ৫টি করে আইপিএল জিতেছে। আইপিল চ্যাম্পিয়ন হওয়া নিতান্ত সহজ কাজ নয়। কেননা আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট।’
এখনও পর্যন্ত ৮টি আইসিসি টি-২০ বিশ্বকাপের মধ্যে ভারতীয় দল মোট চারবার সেমিফাইনালের উঠতে সক্ষম হয়। ২ বার তারা ফাইনালের যোগ্যতা অর্জন করে। ১ বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তোলে এবং ১ বার রানার্স হয়ে অভিযান শেষ করে টিম ইন্ডিয়া। বাকি চারটি মরশুমে ভারত শেষ চারের টিকিট অর্জন করতে পারেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার