Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅসহায় আত্মসমর্পণ আফগানিস্তানের, টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অসহায় আত্মসমর্পণ আফগানিস্তানের, টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ শুরু থেকে চমক দিয়ে সেমিফাইনালে যে এভাবে মুখ থুবড়ে পড়বে আফগানিস্তান তা হয়তো ভুল করেও কেউ ভাবেনি। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অসহায় আত্মসমর্পণ করলেন আফগানরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বলের দাপটে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। যার ফল ১১.৫ ওভারে মাত্র ৫৬ রান করে অল-আউট হয়ে যায় এই টুর্নামেন্টেই বড় বড় দলকে হারান আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল আফ্রিকা।

বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে মাতিয়ে দিয়েছিল আফগানরা। কিন্তু কয়েকদিনের মধ্যেই হতাশায় ডুবে যাওয়ার মতো পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস আর গড়া হল না। এদিন আফগানিস্তানের ব্যাক্তিগত সর্বোচ্চ রান ১০। আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ ০, ইব্রাহিম জার্দান ২, গুলবাদিন নাইব ৯, আজমাতুল্লাহ ওমনজাই ১০, মহম্মদ নবি ০, নানগেয়ালিয়া খারোতে ২, করিম জনত ৮, রশিদ খান ৮, নুর আহমেদ ০, নবীন-উল-হক ২। ২ রানে অপরাজিত থাকলেন ফজলহক ফারুকি।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নিলেন মার্কো জানসেন ও তাবারিজ শামসি। দুটো করে উইকেট নিলেন কাগিসো রাবাডা ও এনরিচ নর্তজে। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে ব্যাটসম্যানদের আর বেশি কাজ করতে হয়নি। মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ওপেনার কুইন্টন ডে কক মাত্র ৫ রান করে আউট হয়ে যাওয়ার পর বাকি কাজ করে দেন রেজা হেনরিকস ও অধিনায়ক আইদেন মারক্রাম। রেজা ২৯ ও মারক্রাম ২৩ রান করে অপরাজিত থাকেন। ৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে ৬০ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নেন ফজলহক ফারুকি। ম্যাচের সেরা মার্কো জানসেন। এবার ফাইনালে কে প্রতিপক্ষ তার অপেক্ষা। ভারত-ইংল্যান্ডের ম্যাচের ফলের উপর নির্ভর করছে দ্বিতীয় ফাইনালিস্টের নাম।

বিশ্বকাপে আফগানিস্তানের যাত্রা শেষ হওয়ার পরে, প্রধান কোচ জোনাথন ট্রট আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments