অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতে সিরিজ ১-০ এগিয়ে থেকেই দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পোড়া হল না ভারতের। ঘরের মাঠে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজে সমতায় ফির দক্ষিণ আফ্রিকা। যাদের ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাল ভারতীয় বোলিংকে। এদিন টস জিতে প্রথমে ভারতে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৪৬.২ ওভারে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। ৪৫ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।।
এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ গায়োকায়াড় ও সাই সুধর্শন। প্রথম ম্যাচের অ্যাকশন রিপ্লেই দেখা গেল। রুতুরাজ ব্যাট হাতে ব্যর্থ হলেও ভারতীয় ব্যাটিংকে ভরসা দিলেন সাই সুধর্শন। রুতুরাজ আউট হলেন মাত্র ৪ রানে। সাইয়ের ব্যাট থেকে এল ৬২ রান। এর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০ রান করে ফিরে গেলেন তিলক ভর্মা। তিনি আউট হয়ে গেলে সাই সুধর্শনের সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক লোকেশ রাহুল।
লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৫৬ রান। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। সঞ্জু স্যামসন ১২, রিঙ্কু সিং ১৭, অক্ষর প্যাটে ৭, কুলদীপ যাদব ১, অর্শদীপ সিং ১৮ ও আভেশ খান ৯ রান করে আউট হয়ে যান। ৪ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার।পুরো ৫০ ওভারও খেলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ২২ বল বাকি থাকতে অল-আউট হয়ে যায় ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেননান্দ্রে বার্গার। দুটো করে উইকেট নেন বেউরান হেনরিকস ও কেশব মহারাজ। একটি করে উইকেট নেন লিজাদ উইলিয়ামস ও আইদেন মারক্রাম। ২১২ রানের লক্ষ্যে নেমে সহজেই জয়ের রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার রজা হেনরিকস ও টনি দে জর্জি জয়ের রাস্তা তৈরি করেই দিয়েছিলেন। রসি ভ্যান দার সার বাকি কাজটি করে দেন।
এদিন ওপেনার রেজার ৮১ বলে ৫২ ও টনির ১২২ বলে অপরাজিত ১১৯ রানের ইনিংস যথেষ্ট ছিল ভারতীয় বোলারদের মাত দেওয়ার জন্য। টিন ১১৯ রানে পৌঁছতে ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকালেন। ৩৬ রান করে আউট হলেন রসি। ২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মারক্রাম। ৪২.৩ ওভারে ২২ উিকেটে ২১৫ রান তুলে আট উিকেটে ম্যাচ জিতে নিল হোম টিম. ভারতের হয়ে একটি করে উইকেট নিলেন আর্শদীপ সিং ও রিঙ্কু সিং। এই ম্যাচের সঙ্গে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়ে গেল রিঙ্কু সিংয়ের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





