অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস শেষ করল ৪০৮ রানে। ভারতের থেকে ১৬৩ রানে এগিয়ে গেল শুরুতেই। বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল তিন ফর্ম্যাটের সিরিজ খেলার লক্ষ্যেই। টি২০ দিয়ে শুরু করে শেষ হবে টেস্ট দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয় বক্সিং ডে-তে। টস হেরে প্রথমে ব্যাট করে একমাত্র লোকেশ রাহুলের সেঞ্চুরির সাহায্যে ২৪৫ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। একটি সেঞ্চুরি ও জোড়ার হাফসেঞ্চুরির সাহায্যে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় অজিরা।
ওপেন করতে নেমে আইদেন মারক্রাম মাত্র ৫ রান করে আউট হয়ে যাওয়ার পর হোম টিমের ব্যাটিংয়ের হাল ধরেন আরও এক ওপেনার দিন এলগার। তিনি অল্পের জন্য ডবল সেঞ্চুরি মিস করেন। ২৮৭ বল খেলে ১৮৫ রান করেন তিনি। ২৮টি বাউন্ডারিও হাঁকান। এর পর টনি দে জর্জি ২৮, কিগান পিটারসেন ২ ও কেইল ভেরিয়েন ৪ রান করে আউট হয়ে যান।
এখান থেকেই এলগারের সঙ্গে অজি ব্যাটিংকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন ডেভিড বেডিংহ্যাম। ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। বাকি কাজটি করে যান মার্কো জানসেন। ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া জেরাল্ড কোয়েৎজে ১৯। কাগিসো রাবাডা ১ ও নান্দ্রে বুর্গার কোনও রান না করেই ফিরে যান। তেম্বা বাভুমা নামতেই পারেননি ব্যাট করতে। ১০৮.৪ ওভারে ৪০৮ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ২৬.৪ ওভারে ৬৯ রানে দেন তিনি। মহম্মদ সিরাজের ঝুলিতে আসে দুই উইকেট। একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার