অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজের শুরুটা ভালই করে দিল সূর্যকুমার যাদবের ভারতীয় ক্রিকেট দল। একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়েই তৈরি এই দল। সেদিক থেকে দেখতে গেলে রোহিত, কোহলি পরবর্তী সময়ে এঁরাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। টি২০ থেকেই কেউ কেউ জায়গা করে নেবেন টেস্ট ক্রিকেটের দুনিয়ায়ও। সূর্যকুমার, সঞ্জু স্যামসন ও হার্দিক পাণ্ড্যেকে বাদ দিলে সকলেই এই প্রজন্মের ক্রিকেটার, যাঁরা এক কথায় ভারতীয় ক্রিকেটের নতুন যুগের পথ প্রদর্শক। শুক্রবার ডারবানে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২০৩ রানের টার্গেট রাখে ভারত। যে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। ৬১ রানে জয় তুলে নিল ভারত।
এদিন ভারতীয় দলের হয়ে ব্যাট করতে নেমেছিলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। অতীতে স্বপ্ন দেখানো অভিষেক এদিন নিজের সেরাটা দিতে পারেননি। মাত্র ৭ রানে আউট হয়ে যান তিনি। অধিনায়ক সূর্যকুমার ফেরেন ২১ রানে। এর পর তিলক ভর্মাকে সঙ্গে নিয়ে ভারতের ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান সঞ্জু। ১৮ বলে ৩৩ রান করে তিলক ভর্মা ফিরতেই মাঠে নেমে ভরসা দেওয়ার কথা ছিল হার্দিক পাণ্ড্যের কিন্তু তিনি মাত্র ২ রান করে আউট হয়ে যান।
একাই ভারতের ইনিংসকে বড় রানে নিয়ে যান সঞ্জু স্যামসন। তাঁর বিধ্বংসী ব্যাটিংকে আটকানোর কোনও টোটকাই জানা ছিল না দক্ষিণ আফ্রিকা বোলারদের কাছে। ৫০ বলে সাতটি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। যিনি এতদিন ছিলেন নির্বাচকদের দৃষ্টির আড়ালে। শেষ পর্যন্ত অনেক দেরিতেই তিনি জায়গা পেলেন ভারতীয় দলে। এই নিয়ে দ্বিতীয় টি২০ সেঞ্চুরি করে ফেললেন তিনি। এছাড়া রিঙ্কু সিং ১১, অক্ষর প্যাটেল ৭, রবি বিষ্ণোই ১ রান করে আউট হন। অর্শদীপ সিং ৫ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ২০২-৮-এ থামে ভারত।
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন জেরাল্ড কোয়েৎজে। একটি করে উইকেট নেন মার্কো জানসেন, কেশব মহারাজ, নাবাওমজি পিটার ও প্যাট্রিক ক্রুগার। জবাবে ব্যাট করতে নেমে টি২০ ক্রিকেটে ২০৩ রানের লক্ষ্যমাত্রা সহজ ছিল না। শুরু থেকেই ধাক্কা খায় হোম টিমের ব্যাটিং। তাদের ইনিংসের প্রথম ওভারেই ৮ রান করে ফিরে যান অধিনায়ক আইদেন মারক্রাম। ত্রিস্তান স্তাব ফেরেন ১১ রানে। ২১ রান করেন ওপেনার রিয়ান রিকেলটন। ৫.২ ওভারেই ৪৪ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এর পর কেউই আর খেলার হাল ফেরাতে পারেননি। ৪৪ রানে তিন উইকেট থেকে রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এনরিচ ক্লাসেন ২৫, ডেভিড মিলার ১৮, প্যাট্রিক ক্রুগের ১, মার্কো জানেন ১২, আন্দিল সিমেলেন ৬, জেরাল্ড কোয়েৎজে ২৩, কেশব মহারাজ ৫ রানে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন পিটার। ১৭.৫ ওভারে ১৪১ রান করে আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে এক উইকেট নেন অর্শদীপ সিং। আভেশ খানের ঝুলিতে আসে দুই উইকেট। তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্থী ও রবি বিষ্ণোই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার