অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস তৈরি করার লক্ষ্যে মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার কথা ভারতের। কিন্তু তাতে বাধ সেধেছে বৃষ্টি। প্রাথমিকভাবে পিছিয়ে গেল টসের সময়। বৃষ্টির পূর্বাভাস ছিলই। আশঙ্কার কালো মেঘ তাই ম্যাচের আগে থেকেই ঘুরছিল সেঞ্চুরিয়নের আকাশে। পূর্বাভাস স্বাভাবিক ভাবেই সত্যি হয়ে গেল।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তবে আউফিল্ড ভেজা থাকায় টসের সময়ই পিছিয়ে দেওয়া হল। কখন টস হতে পারে তা এখনও নিশ্চিত নয়।
দক্ষিণ আফ্রিকাই একমাত্র নিয়মিত টেস্ট খেলা দেশ যেখানে ভারত এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে খেলা শুরুর আগেই ধাক্কা খেতে হল।
পূর্বাভাস অনুসারে, দিনের বেলায় ৯৬% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেঞ্চুরিয়নে মঙ্গলবার দিনের বেলা প্রায় চার ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেঞ্চুরিয়নে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়েছে। আরও দু’দিন এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার