অলস্পোর্ট ডেস্ক: আইএসএল লিগের পর এবার ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের জন্যেও বাড়ানো হল মেট্রো পরিষেবা। ৩১ অক্টোবর ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ক্রিকেটপ্রেমীরা যাতে ম্যাচ দেখে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সেই জেরে মেট্রো পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত ওই দিনে উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে (ব্লু লাইন) নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরে একজোড়া বিশেষ মেট্রো পরিষেবা প্রদান করা হবে। এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড-কবি সুভাষ রুটের মধ্যে চলবে৷ এসপ্ল্যানেড থেকে প্রথম পরিষেবাটি ২২:৪৫ সময়ে চালু হবে এবং এটি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাবে ২৩:১৮ সময়ে। একইভাবে আরেকটি পরিষেবা এসপ্ল্যানেড থেকে ২২:৪৫-এ শুরু হবে এবং ২৩:১৮-তে কবি সুভাষ স্টেশন গন্তব্যে পৌঁছাবে৷ মাঝের সব স্টেশনগুলিতে মেট্রো থামবে।
বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই ফর্মে নেই এখনও পর্যন্ত। সেমিফাইনালে যাওয়ার অত্যন্ত ক্ষীণ আশা রয়েছে তাদের। পাকিস্তান ছ’টি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে এবং তিনটি জিতেছে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান পাক দলের। বাংলাদেশেরও অবস্থাও সংকটজনক। আফগানদের বিরুদ্ধে একটি ম্যাচ জেতা ছাড়া বাকি সবকটায় ব্যর্থতা। কঠিন নেট রানরেট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বেঙ্গল টাইগাররা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার