Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলএবারের মতো আইপিএল শেষ চেন্নাইয়ের, শুরু ধোনির ভবিষ্যত নিয়ে জল্পনা

এবারের মতো আইপিএল শেষ চেন্নাইয়ের, শুরু ধোনির ভবিষ্যত নিয়ে জল্পনা

অলস্পোর্ট ডেস্ক: এমএস ধোনি কি তাঁর শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন? গত কয়েক বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে বার বার। কিন্তু তিনি একইভাবে নিজেকে প্রমান করে দিয়েছেন যে এখনই তাঁর যাওয়ার সময় হয়নি। গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের ব্যাটন এবার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছিলেন ধোনি। সেটাই একটা ইঙ্গিত ছিল ধোনি ভক্তদের কাছে, হয়তো পরের প্রজন্মকে তৈরি করতেই এই দায়িত্ব তুলে দেওয়া নতুন প্রজন্মের হাতে। গত মরসুমেও তিনি সেই চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাডেজাকে অধিনায়কত্ব দিয়ে কিন্তু মরসুমের মাঝ পথে সেই দায়িত্ব তিনি ফিরিয়ে নিতে বাধ্য হন। এবার মরসুমের প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন রুতুরাজ গায়কোয়াড়।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৭ রানে হেরে এবারের মতো আইপিএল শেষ হয়ে গিয়েছেন চেন্নাইয়ের। আর তার পরই আবার জল্পনা শুরু হয়ে গিয়েছে ধোনির অবসর নিয়ে। তবে ধোনি এখনও তাঁর অবসরের কথা ঘোষণা করেননি। তিনি কখনওই খুব ঢাকঢোল পিটিয়ে অবসর ঘোষণা করেননি। সব সময়ই নিস্তব্ধে সরে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। জাতীয় দলের ক্ষেত্রেও সেই নজির রয়েছে। এবারও যে তেমনই হবে ধরেই নেওয়া যায়।  হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভেসে উঠবে অবসর নিলেন ধোনি।

তবে ধোনির অবসর নিয়ে জল্পনাকে ‘পাগলামী’ বলে অভিহিত করেছেন সিএসকে-র বোলিং কনসালটেন্ট এরিক সাইমন্স। তিনি বলেছেন, ‘‘এমএস ধোনির অজস্র স্মৃতি, যে ম্যাচটা ও খেলে সেটা তোমাকে যে কোনও সমস্যা থেকে বের করে আনতে পারে। আমি ডাগআউটে বসে সব সময় বলি যে উইকেটের পিছনে এমন একজন রয়েছে যার উপর কখনও বিশ্বাস হারানো যায় না। আর এটাই একটা বড় বিষয় যা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ও এমন একজন যে সত্যিই খেলাটাকে বুঝে বাকিদের সাহায্য করতে পারে এবং বাকিরা এমএস-এর মতো খেলতে না পারলেও তাঁরা তাঁর জ্ঞ্যানের দ্বারা অভিজ্ঞ হতে পারে।’’

ধোনির অবসর প্রসঙ্গকেও উড়িয়ে দিয়েছেন সাইমন্স। তিনি বলেন, ‘‘আমার মনে হয় যে কেউ তার ভবিষ্যত নিয়ে জল্পনা করতে পারে, তবে সেটা ক্রেজি। এমএস খুব ভাল করে জানে ও কী করতে চায়। এই মরসুমে যেভাবে ও খেলেছে সেটা অসাধারণ ছিল। বাকিটা ওর হাতে। তবে ও একজন অসাধারণ ক্রিকেটারের পাশাপাশি একজন অসাধারণ মানুষও। ওকে সামনে থেকে দেখা প্রথমে ভারতের হয়ে এবং পরবর্তী সময়ে সিএসকে-র হয়ে অসাধারণ। যে কোনও কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দিয়ে পারে, যেটা ওর সব থেকে বড় ক্ষমতা।’’

তাই এখনও বলা যাচ্ছে ভারতের সফলতম অধিনায়ক এবং চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যত কী? যা শুধু তিনিই জানেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments