অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয় এখন অতীত। শুক্রবার থেকে সেখানেই শুরু হয়ে গেল ওডিআই সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি২০ সিরিজ জয়ের ধারা ধরে রাখতে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে কলম্বোতে টস জিতে প্রথমে হোম টিমকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি। ওপেনার পাথুম নিসাঙ্কা ছাড়া তিন টপ অর্ডার ব্যাটসম্যান দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। যার ফলে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কার ব্যাটিং। তবে শেষ পর্যন্ত লড়াইয়ের জায়গায় দলের রানকে নিয়ে যান তাঁরা। যার ফল ৫০ ওভারে ৮ উইকেটে ২৩১ রানের লক্ষ্যমাত্রা রাখে শ্রীলঙ্কা যা ভারতের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। যা শেষ পর্যন্ত নাটকীয় মোড় নেয়। এবং ম্যাচ ড্র হয়ে যায়।
এদিন শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমেছিলেন পাথুম নিসাঙ্কা ও অফিষ্কা ফার্নান্ডো। অভিষ্কা মাত্র ১ রান করেই আউট হয়ে যান। এর পর তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস ১৪ রানই যোগ করতে পারেন। তিনি ফিরতেই ব্যাট হাতে নামেন সাদিরা। তবে ৮ রান করেই ফিরে যান তিনিও। উল্টো দিকে তখন একাই লড়ছেন পাথুম। এখানেই শেষ নয় অধিনায়ক চরিথ আসালাঙ্কাও ১৪ রানের বেশি করতে পারেননি। পাথুম যখন ফেরেন তখন তাঁর নামের পাশে ৫৬ রান। এর পর জানিথ ২০, ওয়ানিন্দু ২৪ ও আকিদা ১৭ রান করে আউট হন। পাথুমের পর কিছুটা খেলার হাল ধরেন দুনিথ। তিনিই দলের রানে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যেতে সাহায্য করেন। ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
ভারতের হয়ে এদিন উইকেট পান সব বোলারই। বল করতে দেখা যায় শুভমান গিলকেও। দুই উইকেট নেন অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শিভম দুবে, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।
২৩১ রানের লক্ষ্যে ব্যাট হাতে শুরুটা অধিনায়ক রোহিত শর্মা করে দিলেও বাকিরা তখন এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। এদিন ভারতের হয়ে ওপেনার শুভমান গিল ১৬, বিরাট কোহলি ২৪, ওয়াশিংটন সুন্দর ৫, শ্রেয়াস আইয়ার ২৩, লোকেশন রাহুল ৩১, অক্ষর প্যাটেল ৩৩, কুলদীপ যাদব ২ রান করে আউট হন। বাকিটা মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে লক্ষ্যে পৌঁছে দেন শিবম দুবে। বাউন্ডারি হাঁকিয়ে দলের রানকে সমতায় পৌঁছে দেন দুবে। কিন্তু জয়ের এক রান নিতে গিয়ে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। জয়ের রান নিতে মাঠে নামেন অর্শদীপ। ১৪ বলে তখন ভারতের জিততে ১ রান বাকি। হাতে এক উইকেট। এবং প্রথম বলে আউট হয়ে যান অর্শদীপ। ২৩০-এ শেষ হয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। ৪৭.৫ ওভারে ২৩০-এই শেষ হল ভারতের ইনিংসও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার