অলস্পোর্ট ডেস্ক: সিরিজের শেষ ম্যাচ দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের শ্রীলঙ্কা বনাম ভারত একদিনের সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ভারতকে সম্মানের সঙ্গে সিরিজ শেষ করতে হলে এই ম্যাচ জিততেই হত। তাহলে সিরিজ ড্র রেখে ফিরতে পারতেন রোহিত শর্মারা। অন্যদিকে টি২০ সিরিজ ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কাও ওডিআই সিরিজ জয়ের জন্য মরিয়া ছিল। সব মিলে সিরিজের শেষ ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়র চরিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিং নেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল তা দলের তিন টপ অর্ডার ব্যাটারই নিশ্চিত করে দিলেন। এবং শেষ পর্যন্ত ভারতের সামনে ২৪৯ রানের লক্ষ্যমাত্রা রাখে শ্রীলঙ্কা। তবে সেই লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে পারেনি ভারত। ১১০ রানে ম্যাচ হেরে সিরিজ হেরেই দেশে ফিরছেন রোহিতরা।
এদিন ওপেন করতে নেমে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন অভিষ্কা ফার্নান্ডো। ১০২ বল খেলে ন’টি বাউন্ডারি ও দু’টি ওভার বান্ডারি হাঁকিয়ে ৯৬ রান করে আউট হন তিনি। আর এক ওপেনার পাথুম নিসাঙ্কা ৪৫ রানের ইনিংস খেলেন। যার ফলে ওপেনিং জুটিতে ৮৯ রান তুলে নিয়ে শক্ত ভিত তৈরি করে নেয় শ্রীলঙ্কা। পাথুম আউট হওয়ার পর অভিষ্কার সঙ্গে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের হাল ধরেন কুসল মেন্ডিস। এই জুটি ৮৯ থেকে দলের রানকে নিয়ে যান ১৭১ রানে। চরিথ আসালাঙ্কা ১০, সাদিরা সামারাবিক্রমা ০, জানিথ নিয়ানেজ ৮। দুনিথ ওয়েলালেজ ২ রান করে আউট হন। দলের হয়ে ইনিংস শেষ করেন কুসল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। কুসল ৫৯ রান করে আউট হন। ২৩ রানে কামিন্দু ও ৩ রানে মাহেশ থিকসানা অপরাজিত থাকেন। ৫০ ওভারে সাত উইকেটে ২৪৮ রান করে শ্রীলঙ্কা।
ভারতের হয়ে এদিন বল হাতে সপল রিয়ান পরাগ। তিন উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। এদিন দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে সব থেকে বড় পরিবর্তন ছিল লোকেশ রাহুলের জায়গায় দলে ফিরিয়ে আনা হয় ঋষভ পন্থকে। দুই ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজের সেরাটা দেখাতে পারেননি রাহুল। এছাড়া অর্শদীপ সিংকে বসিয়ে আনা হয় রিয়ান পরাগকে। ভারতের জার্সিতে ওডিআই অভিষেক হলে গেল রিয়ানের। দলে জায়গা পেয়ে নিজেকে প্রমান করলেন তিনি।
তবে শেষরক্ষা হলো না ভারতের। ব্যাট হাতে শেষ ম্যাচে শুধুই ব্যর্থতাই জুটল রোহিতদের। এদিনও ব্যাট হাতে ভারতের হয়ে চেষ্টা করলেন অধিনায়ক। ২০ বলে ৩৫ রান করলেন তিনি। এছাড়া শুভমান গিল ৬, বিরাট কোহলি ২০, ঋষভ পন্থা ৬, শ্রেয়াস আইয়ার ৮, অক্ষর প্যাটেল ২, রিয়ান পরাগ ১৫, শিভম দুবে ৯, ওয়াশিংটন সুন্দর ৩০, কুলদীপ যাদব ৬ রান করে আউট হন। মাত্র ২৬.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত।
শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট নিয়ে একাই ভারতকে শেষ করে দেন দুনিত ওয়েলালাগে। মহেশ থিকসানা ও জেফরি ভ্যানডারসে দুটো করে উইকেট নেন। এক উইকেট নেন অসিরা ফার্নান্দো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার