অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ধম্মিকা নিরোশানাকে মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি প্রাক্তন ক্রিকেটারের আম্বালাঙ্গোডায় কান্দা মাওয়াথার বাড়িতে ঘটেছে বলে শোনা যাচ্ছে। বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ঘটনাটি ঘটার সময় নিরোশানা তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। যে ব্যক্তি নিরোশানাকে হত্যা করেছে সে ১২ বোরের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে আর কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
নিরোশানাকে শ্রীলঙ্কার যুব ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সেরা পেস বোলিং অলরাউন্ডারদের একজন হিসাবে ভাবা হয়েছিল। বয়সভিত্তিক ক্রিকেটের সময়, তিনি ফারভেজ মাহারুফ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা প্রমুখের নেতৃত্বে খেলেছেন। তিনি ২০ বছর বয়সে খেলা ছেড়ে দেন।
নিরোশানা ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে গল ক্রিকেট ক্লাবের হয়ে মোট ১২টি প্রথম-শ্রেণীর খেলা এবং আটটি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। একজন দুর্দান্ত অলরাউন্ডার, যিনি ব্যাট এবং বল উভয়েই ভরসা দিতে পারতেন, নিরোশানা ৩০০-এর বেশি রান করেন। তাঁর সক্রিয় কেরিয়ারে ১৯ উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।
তিনি ২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন এবং দু’বছরছ কয়েকটি অনূর্ধ্ব-১৯ টেস্ট ও ওয়ানডেতেও খেলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার