Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeআইপিএল১৩ কোটিতে কেকেআর ধরে রাখতেই সাড়ে তিন কোটির বাংলো কিনলেন রিঙ্কু সিং

১৩ কোটিতে কেকেআর ধরে রাখতেই সাড়ে তিন কোটির বাংলো কিনলেন রিঙ্কু সিং

অলস্পোর্ট ডেস্ক: ভারতের তারকা ব্যাটার রিঙ্কু সিংকে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটিতে আইপিএল ২০২৫-এর জন্য ধরে রেখেছে। যা রাতারাতি তাঁর পরিবারে স্বচ্ছলতা এনে দিয়েছে। পাওয়ার-হিটার, যার আইপিএল ২০২৩-এ যশ দয়ালের বিরুদ্ধে পাঁচটি ছক্কা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল, এবার তিনিই দলের সেরা ধরে রাখা ভারতীয় প্লেয়ারদের মধ্যে একজন। আইপিএল-এ ধরে রাখা প্লেয়ারদের নাম ঘোষণার পরে, বেশ কয়েকটি প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে রিঙ্কু আলিগড়ের ওজোন সিটির দ্য গোল্ডেন এস্টেটে বিলাসবহুল বাংলো কিনেছেন। কারও কারও মতে, এটি একটি ৫০০ বর্গ গজের বাড়ি এবং এর দাম ৩.৫ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে চাবির রেপ্লিকা হাতে দাঁড়িয়ে রিঙ্কুর পুরো পরিবার। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো পরিবারকে নিয়েই তিনি এই বাংলোতে থাকবেন।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনও জানা যাচ্ছে যে এই ওজন সিটিতেই রিঙ্কুর বাবা গ্যাস সিলিন্ডার দিতে যেতেন। আজ সেখানেই বাংলোর মালিক তাঁর ছেলে। বুধবারই এই বাংলোর রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এদি‌নই পুরো পরিবারের সঙ্গে সেখানে থাকার জন্য গিয়েছেন। উত্থান হয়তো একেই বলে। সামান্য গ্যাস সিলিন্ডার সরবরাহকারীর ছেলে এখন এই সমাজের একজন বিখ্যাত এবং ধনী ব্যক্তি।

দেখুন সেই বাড়ির ভিডিও—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments