অলস্পোর্ট ডেস্ক: লর্ডসের লংরুমের ঝামেলা এখনও অতীত হয়নি। এর মধ্যেই উত্তপ্ত হল হেডিংলে। কোনও ক্রিকেটারকে নিয়ে বিতর্ক নয়, এবার দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা দিল ঝামেলা। অ্যাসেজ ২০২৩-এর তৃতীয় ম্যাচ চলাকালিন বচসায় জড়িয়ে পড়েন স্মিথ ও বেয়ারস্টো।
মইন আলির বলে আউট হওয়ার পর ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টোর সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথের কথা কাটাকাটি শুরু হয়। বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে স্টিভ স্মিথ যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, তখন অজি তারকাকে উদ্দেশ্য করে বেয়ারস্টো কিছু একটা মন্তব্য করেছিলেন। এতে চটে যান স্মিথ। এবং ড্রেসিংরুমে ফেরার সময়েই বেয়ারস্টোর দিকে চিৎকার করে কিছু বলতে দেখা যায় তাঁকে।
স্মিথকে আউট করে মইন আলি তাঁর টেস্টে ২০০তম উইকেট নেন। অ্যাসেজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনে ফ্লিক করতে গিয়ে স্মিথ আউট হন। বেশি উঁচুতে তুলতে না পারায় তা বেন ডাকেটের হাতে জমা পড়ে। স্মিথের উইকেট পড়া মাত্র তাঁর উদ্দেশে বলেন, ‘‘আবার দেখা হবে স্মাজ।’’ এতেই স্মিথ রেগে যায়। তিনি তাঁকে জবাব দেন, ‘‘কী বললে তুমি?’’ এর উত্তরে তিনি বলেন, ‘‘আমি বলেছিলাম চিয়ার্স পরে দেখা হবে।’’ এরপরে স্মিথ আর পাল্টা জবাব দেননি। সোজা ড্রেসিংরুমে চলে যান।
সেইদিন কোনও উত্তর না দিলেও সেই রাগ রয়ে গিয়েছিল দু’জনের মধ্যেই। সেই ঘটনার দু’দিন পর ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর আউটে উল্লাসে ফেটে পড়ে স্মিথ। মিচেল স্টার্কের বলে ডাইভ করতে চেয়েছিল বেয়ারস্টো। কিন্তু তার মিস হিট হয়ে স্টাম্পে লেগে যায়।
এই সুবর্ণ সুযোগ স্মিথ ছেড়ে দেয়নি। স্মিথের আউটের সময় যেভাবে বেয়ারস্টো তাঁকে ব্যঙ্গ করেছিলেন ঠিক একই ভঙ্গিতে তিনি বলেন, ‘‘আবার দেখা হবে জনি।’’
যদিও পড়ে তাঁরা দু’জনেই নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেন। সেই সঙ্গে ইংল্যান্ডও আসেজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকল। অ্যসেজে ২-১-এ এগিয়ে অস্ট্রেলিয়া। ১৯ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে জিততে পারলেই সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচ খেলতে কিছুটা সময় পাচ্ছে দু’দল। এখন দেখার এই কদিনে কারা নিজেদের কতটা প্রস্তুত করতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





