নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের ঢাকে কাঠি পড়তে আর কিছু সময়ের অপেক্ষা। কাদের খেতাব জয়ের সম্ভাবনা বেশি, কাদের সফল হওয়া মুশকিল প্রভৃতি বিষয়ে নিজেদের মতামত জানান বিশেষজ্ঞরা। এবার প্লে অফে কারা যেতে পারে সেই বিষয়ে নিজের মত জানালেন স্টিভ স্মিথ।
স্টার স্পোর্টসের আলোচনায় স্মিথ প্লে-অফের সম্ভাব্য দল হিসেবে শুরুতেই চেন্নাই সুপার কিংসের নাম নেন। প্লে-অফে জায়গা করে নেওয়া ও ফাইনালে ওঠার নিরিখে সিএসকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে ধারাবাহিক দল। এবারও তারা খেতাব জয়ের অন্যতম দাবিদার সন্দেহ নেই। ধোনির নেতৃত্বে চেন্নাই এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। এছাড়া স্টোকসের মত অলরাউন্ডার তাঁদের দলে রয়েছে।
দ্বিতীয় দল হিসেবে স্মিথ প্লে-অফে দেখছেন গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। গুজরাট তাদের স্কোয়াডে খুব বেশি রদবদল করেনি। তারা মূল দলটাকে ধরে রেখেই এবার আইপিএল খেলতে নামছে। দলে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, শুভমন গিল, রশিদ খানের মতো ম্যাচ উইনাররা রয়েছেন। তাই সব দলই গতবারের চ্যাম্পিয়নদের সমীহ করবে নিশ্চিত।
স্টিভ প্লে-অফের বাকি ২টি জায়গার জন্য বেছে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদকে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ দলে কুইন্টন ডি’কক, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাটের মতো সুপারস্টার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদ এবার আইপিএলে মাঠে নামবে নতুন অধিনায়ক এডেন মার্করামকে সামনে রেখে। হায়দরাবাদ স্কোয়াড দুর্দান্ত সব ভারতীয় তারকায় ঠাসা। ব্যাটিং বিভাগে রাহুল ত্রিপাঠী, মায়াঙ্ক আগরওয়াল রয়েছেন। বোলিং বিভাগে রয়েছেন ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন। ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় অল-রাউন্ডার রয়েছে সানরাইজার্সের হাতে। উল্লেখ্য এবার ধারাভাষ্যকার হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত থাকবেন স্মিথ।