অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রবিবার ভারত উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই ম্যাচের টস হয়ে গিয়েছে। যেখানে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভারতীয় দলকে চাপের মধ্যে থাকতে হচ্ছে প্রথম ম্যাচেই। কারণ, এদিনের ম্যাচে খেলছেন না শুভমন গিল।
শুক্রবার শুভমনের ডেঙ্গি ধরা পড়ার খবর সামনে আসার পর থেকে তাঁর খেলা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা কাটে খেলা শুরু হওয়ার এক ঘন্টা আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যাওয়ার জন্য চেন্নাইয়ের হোটেল থেকে ভারতীয় ক্রিকেটাররা যখন বার হন তখন তাঁদের সঙ্গে শুভমন গিল ছিলেন না। তাঁকে বাসেও দেখা যায়নি। টস হওয়ার পরেও যখন দুই দল প্রথম একাদশ ঘোষণা করে, তখন ভারতীয় দলে শুভমনের নাম দেওয়া হয়না। ফলে স্পষ্ট হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এছাড়া এদিনের ম্যাচে প্রথম একাদশে মহম্মদ শামিও খেলছেন না।
ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া (প্রথম একাদশ): প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), গ্লেইন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





