অলস্পোর্ট ডেস্ক: ২৫ বছরের রজত কুমার, যিনি ২০২২-এ গাড়ি দুর্ঘটনার পরে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের জীবন বাঁচিয়ে পুরো দেশে পরিচিত হয়ে উঠেছিলেন, এবার তিনি এমন একটি বিষয়ের জন্য আবার শিরোনামে উঠে এসেছেন যা অনভিপ্রেত। জানা গিয়েছে প্রেমিকাকে সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলার বুচা বস্তি গ্রামে।
কুমার এবং তাঁর ২১ বছর বয়সী বান্ধবী, মনু কাশ্যপ, তাদের পরিবার তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল। তাদের পরিবার জাতিগত পার্থক্যের কারণে তাদের সম্পর্ক মেনে নেয়নি এবং অন্যত্র তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যা তাদের আত্মহত্যায় প্ররোচিত করেছে বলে অভিযোগ। চিকিৎসা চলাকালীন ইতিমধ্যেই মৃত্যু হয়েছে মনু কাশ্যপের। মৃত্যুর পর, তাঁর মা অভিযোগ করেছেন যে কুমার তাঁর মেয়েকে অপহরণ করেছেন এবং তাঁকে বিষ দিয়েছেন। এদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুমার।
২০২২ সালের ডিসেম্বরে অন্য স্থানীয় বাসিন্দা, নিশু কুমারের সঙ্গে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে উদ্ধার করেছিলেন তিনি। পন্থ দিল্লি থেকে উত্তরাখণ্ডে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন যখন তাঁর মার্সিডিজ রুরকির কাছে একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়।
পাশের একটি কারখানায় কর্মরত দুই যুবক সঙ্গে সঙ্গেই সাহায্য করতে ছুটে আসেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে বের করে আনেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের এই পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল, এবং তাদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ, পন্থ পরে তাদের স্কুটার উপহার দিয়েছিলেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যখন তাঁরা পন্থকে উদ্ধার করেন তখন জানতেন না তিনি কে। পরে খবরে দেখে জানতে পারেন।
অচেনা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া একজন মানুষ নিজের জীবন যখন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন সত্যিই ভাবতে হয়। সেদিন তাঁরা পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছিলেন বলেই তিনি আবার ভারতের জার্সিতে উইকেটের পিছনে অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার