Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলআইপিএল ২০২৪-এ আবার নতুন অধিনায়ক, নাম ঘোষণা করল হায়দরাবাদ

আইপিএল ২০২৪-এ আবার নতুন অধিনায়ক, নাম ঘোষণা করল হায়দরাবাদ

অলস্পোর্ট ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ সোমবার তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের তারকা প্যাট কামিন্সকে আইপিএল ২০২৪ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)-এর জন্য তাদের অধিনায়ক বেছে নিয়েছে। কামিন্স, যাকে নিলামে ২০.৫ কোটি টাকায় কেনা হয়েছিল, তিনি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক এডেন মার্করামের পরিবর্তে হায়দরাবাদের দায়িত্ব তুলে নিচ্ছেন। নতুন অধিনায়কের খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে দল। কামিন্সের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাঁকে অধিনায়ক করার কথা জানানো হয়। ‘‘আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স”। ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে এসআরএইচ।

২০২৩ সালের ডিসেম্বরে আইপিএল ২০২৪ নিলামে, এসআরএইচ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল তারকা ট্র্যাভিস হেডকে দিয়ে তাঁদের প্লেয়ার কেনা শুরু করেছিল। ২০১৬-র চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০.৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ করে রেকর্ড ধরে রাখল।

এসআরএইচ দ্বারা কেনা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা:

১) ট্র্যাভিস হেড (৬.৮ কোটি টাকা)

২)ওয়ানিন্দু হাসরাঙ্গা (১.৫ কোটি টাকা)

৩) প্যাট কামিন্স (২০.৫ কোটি)

৪) জয়দেব উনাদকাট (১.৬ কোটি টাকা)

৫) আকাশ সিং (২০ লক্ষ টাকা)

৬) ঝাটাভেধ সুব্রহ্মণ্যন (২০ লক্ষ টাকা)

প্রি-অকশন স্কোয়াড: আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক আগরওয়াল, হেনরিক ক্লাসেন, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সানভীর সিং, ভুবনেশ্বর কুমার, ফজলুল হক, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কন্ডে।

মুক্তিপ্রাপ্ত খেলোয়াড়: হ্যারি ব্রুক, আদিল রশিদ, আকিল হোসেইন, কার্তিক ত্যাগী, বিভ্রান্ত শর্মা, সমর্থ ব্যাস

প্লেয়াররা ট্রেড আউট: মায়াঙ্ক ডাগর

প্লেয়াররা ট্রেড ইন: শাহবাজ আহমেদ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments