অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টি২০-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর দ্রুত অর্ধশতকের জন্য পুরস্কৃত হওয়ার পরে তারকা ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব আইসিসি পুরুষদের টি২০ ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন। আক্রমণাত্মক ডানহাতি মাত্র ৩৬ বলে ৫৬ রান করার পর মোট ১০ রেটিং পয়েন্ট অর্জন করেছে। যদিও ভারত এই লড়াইয়ে পাঁচ উইকেটে হেরে যায়। সূর্যকুমারের এখন মোট রেটিং পয়েন্ট ৮৬৫ রয়েছে, যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৭৮৭ রেটিং পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৭৫৮)-এর থেকে এগিয়ে রাখছে।
গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সাম্প্রতিক সংস্করণের সময় সূর্যকুমার প্রিমিয়ার র্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন এবং বর্তমানে ফর্মে দেখা যাচ্ছে যে ভারতের ব্যাটার আগামী বছরের টি২০ বিশ্বকাপে সেই অবস্থান ধরে রাখতে পারে। টি২০ ব্যাটারদের তালিকায় সেরা দশে রয়েছেন আরও এক ভারতীয়। তিনি রুতুরাজ গায়কোয়াড়।
দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেন্ড্রিক্স ভারতের বিপক্ষে ৪৯ রানের ইনিংসের পরে এক স্থান এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। যেখানে তিলক ভার্মা (১০ স্থান উঠে ৫৫তম) এবং রিঙ্কু সিং (৪৬ স্থান উঠে ৫৯তম) স্থান অর্জন করেছে।
টি-টোয়েন্টি বোলারদের তালিকারও শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা রবি বিষ্ণোই। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে এখনও দলে জায়গা হয়নি তাঁর। যার ফলে আফগানিস্তান তারকা রশিদ খানও সমান পয়েন্ট নিয়ে বিষ্ণোইয়ের সঙ্গে শীর্ষে রয়েছে।
ভারতের বাঁ-হাতি কুলদীপ যাদব একই তালিকায় পাঁচ ধাপ উঠে ৩২তম স্থানে রয়েছেন, যেখানে মার্করাম অলরাউন্ডারদের সর্বশেষ টি২০ র্যাঙ্কিংয়ে শুধুমাত্র ভারতের রবীন্দ্র জাদেজার পিছনে দুই ধাপ উন্নতি করেছে। বোলারদের তালিকায় ভারত শীর্ষস্থান পেলেও সেরা দশে আর কারও জায়গা হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার