Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটশেষ ওভারে বল করে বাজিমাত ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমারের

শেষ ওভারে বল করে বাজিমাত ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমারের

অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীরের আগমনেই চমকের শুরু ভারতীয় ক্রিকেট দলে। না হলে শেষ ওভারে সূর্য আর তার আগের ওভারে রিঙ্কুকে বল করতে আনতেন না কোনও কোচ। যা ভারতীয় ক্রিকেটের ফ্যানদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ২০তম ওভারে বোলিং করতে দেখে চমকের পর ছিল স্বস্তি ছিল। কারণ তাঁর বোলিং শ্রীলঙ্কার সহজ জয় আটকে দিয়েছিল। শেষ ওভারে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের জন্য মাত্র ৬ রান প্রয়োজন ছিল। সূর্যকুমার, যিনি সেই মুহূর্ত পর্যন্ত ম্যাচে একটিও ওভার বল করেননি, তৃতীয় টি-টোয়েন্টির শেষ ওভারে বল করতে এসেছিলেন এবং মাত্র ৫ রান দিয়ে ম্যাচকে সুপার ওভারে নিয়ে যান। সূর্যের শেষ-ওভারের বোলিং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এর সঙ্গে ভক্তরা প্রধান কোচ গৌতম গম্ভীরকেও প্রশংসায় ভরিছেন, বলছেন একটি নতুন যুগ শুরু হয়েছে।

রমেশ মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মঙ্গলবার সেই সময় ব্যাট করছিলেন তখন ভারতের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তখনই বল হাতে নামেন সূর্যকুমার। ওভারটি কেমন ছিল:

বল ১: ডট

বল ২: কামিন্দু মেন্ডিস আউট

বল ৩: মহেশ থেকশান আউট

বল ৪: ১ রান

বল ৫: ২ রান

বল ৬: ২ রান

সোশ্যাল মিডিয়ায় অনেকেই গৌতম গম্ভীরকেও কৃতিত্ব দিয়েছেন, প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতাকে ১৯তম ওভারে রিঙ্কু সিংকে বল করানোর সিদ্ধান্ত-সহ দলে সফল বোলিং পরীক্ষাগুলির জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে।

নির্ধারিত স্কোর ড্র হওয়ায়, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় যেখানে শ্রীলঙ্কা মাত্র ২ রান করতে সক্ষম হয়। ভারত সুপার ওভারের লক্ষ্য তাড়া করে মাত্র এক বলেই বলেই বাউন্ডারি মেরে ম্যাচ জিতে নেয়।

খেলার পরে, সূর্যকুমার বলেন যে তাঁর শেষ ওভারের চেয়েও বেশি, ভারতীয় ব্যাটাররা যেভাবে ৪৮ রানে ৫ উইকেট হারানোর পরে দৃঢ়তার সঙ্গে রানাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটাই খেলার টার্নিং পয়েন্ট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments