অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার পঞ্চম ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন রেকর্ড-ব্রেকিং ৪৭,৫৬৬ জন দর্শকের রেকর্ড করল সিডনি। যা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে একটি টেস্ট ম্যাচের প্রথম দিনের উপস্থিতির বিচারে রেকর্ডে পৌঁছল। বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্যানরা প্রায় সব ম্যাচেই গ্যালারি ভরাচ্ছেন। দল দ্বিতীয় ম্যাচ থেকেই দারুণভাবে জিতছে। যা সমর্থকদের আরও বেশি করে মাঠমুখি করছে প্রতিদিন। বক্সিং ডে টেস্টে বড় জয়ের পর শেষ টেস্টের প্রথম দিন সিডনিতেও অস্ট্রেলিয়ান সমর্থকরা বাজিমাত করল।
ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে এই রেকর্ডের কথা জানিয়েছে। “রেকর্ডের পতন অব্যাহত রয়েছে। প্রথম দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গেট দিয়ে ৪৫ হাজারেরও বেশি সমর্থক মাঠে ঢুকেছে। সিরিজের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সর্বকালের উপস্থিতির রেকর্ড ভেঙে যাওয়ার মাত্র কয়েকদিন পরে এই নতুন রেকর্ডটি তৈরি হল,’’ লেখা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের টুইটে।
প্রথম দিন মধ্যাহ্নভোজের সময়, ৪৫,৪৬৫ জন দর্শক ইতিমধ্যেই এসসিজি-তে উপস্থিত ছিলেন, যা ২০০৩/০৪ সিরিজের ৪৪,৯০১ জনের আগের রেকর্ডকে ছাঁপিয়ে গিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া আরও উল্লেখ করেছে যে ১৯৭৬ সাল থেকে লিপিবদ্ধ করা প্রায় ৫০ বছরের মধ্যে এসসিজি-তে এটিই সর্বোচ্চ দর্শক সমাগম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার