অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীর জমানা ভারতীয় দলে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর প্রথম সিরিজের জন্য দল ঘোষণা হয়ে গিয়েছে। যা খবর তাঁর পছন্দ মতই তৈরি হয়েছে দল। কিন্তু এখনও ঘোষণা হয়নি সাপোর্ট স্টাফ। যা নিয়ে প্রথম থেকেই রয়েছে নানা জল্পনা। যেখানে অনেক ক্ষেত্রে গম্ভীরের সঙ্গে বোর্ডের মতের মিল হয়নি বলেও শোনা গিয়েছে। এবার শোনা যাচ্ছে টি দিলীপকে রেখে দেওয়া হচ্ছে সাপোর্ট স্টাফ হিসেবে। এছাড়া ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে নিয়োগ করতে প্রস্তুত বোর্ড। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নায়ার এবং টেন দুশখাতে, দু’জনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে যোগ দেবেন। নায়ার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন এবং প্রাক্তন ডাচ আন্তর্জাতিক কেকেআর-এর ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন যখন গম্ভীর মেন্টর হিসাবে দায়িত্বে ছিলেন। রাহুল দ্রাবিড়ের অধীনে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা টি দিলীপকেও নতুন সাপোর্ট স্টাফ হিসেবে রাখা হবে বলে জানা গিয়েছে।
তবে বোলিং কোচের নিয়োগ নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার মর্নি মরকেলকে এই পদের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্স দলের অংশ হিসেবেও গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মরকেল। মরকেল ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে গম্ভীরের অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, এমনকি ২০১৪ আইপিএলজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে যে দিলীপ এবং নায়ার দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন তবে টেন কখন দলের সঙ্গে যোগ দেবেন তা স্পষ্ট নয়। তিনি বর্তমানে চলতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এলএ নাইট রাইডার্সের কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করছেন। বোর্ড বর্তমানে বোলিং কোচের কাজ নিয়ে মর্কেলের সঙ্গে কথোপকথন চলাচ্ছে তবে এখনও আলোচনা থেকে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার