অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। বুধবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের কাছে বাংলা টাইগারদের অপ্রত্যাশিত হারের ঠিক একদিন পরে এই সিদ্ধান্ত নেন তিনি। ওয়ান ডে বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি। তার আগে তামিমের অবসরের ঘোষণায় সমস্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে। সাংবাদিক সম্মেলনে অবসরের ঘোষণা করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও ৫০ ওভারের ফরম্যাটে তামিমের উত্তরসূরির নাম ঘোষণা করেনি। সাকিব আল হাসান ও লিটন দাসের একজনের একদনের এই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিব ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, আর লিটন টেস্ট অধিনায়ক।
গত বছরের একই সময়ে টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছিলেন তামিম। এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ২০০৭-এর ফেব্রুয়ারিতে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয় দতিয়ে তামিমের কেরিয়ার শুরু। সেই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটসম্যান।
এদিন বুটজোড়া তুলে রাখার সঙ্গে সঙ্গে তামিম দলের হয়ে সবচেয়ে বেশি রানের (৮৩১৩) পাশাপাশি ওয়ান ডে ফর্ম্যাটে ১৪টি সেঞ্চুরি রয়েছে তাঁৱ। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে, তিনি একদিনের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পিছনে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।
টেস্ট ফর্ম্যাটে, তামিম তাঁর কেরিয়ারের ইতি টানেন তাঁর নামের পাশে পাঁট হাজার রান-সহ। তার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে, তিনি ১৭৫৮ রান করেছেন, একটি সেঞ্চুরি এবং ৭টি হাফসেঞ্চুরি রয়েছে তাতে।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনি একজন কিংবদন্তি হিসেবে থেকে যাবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার