অলস্পোর্ট ডেস্ক: রবিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টম এশিয়া কাপ জিতে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে নামেন ভারতীয় ক্রিকেটারেরা। স্পিডস্টার মহম্মদ সিরাজের জ্বলন্ত স্পেল শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল ফাইনালে। এরপর শুবমান গিল এবং ঈশান কিষানের ৫০ রানের জুটি ভারতকে অষ্টমবারের মতো এশিয়া কাপ এনে দেয়। এ বার সামনে লক্ষ্য বিশ্বকাপ। তার আগে অবশ্য দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ রয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের আগে আর দেশ ছাড়তে হচ্ছে না ভারতীয় দলকে।
সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে নেমে নিজের নিজের বাড়িতে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যে, শ্রেয়াস আইয়ার, যশপ্রীত বুমরাহরা। তবে বেশিদিন বিশ্রাম করতে পারবেন না তাঁরা। ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হবে। তার আগেই গোটা দলকে আবার একত্রিত হতে হবে। এক দিনের বিশ্বকাপের আগে এই একটি সিরিজই পাবেন রোহিতরা। তাই সেই সিরিজ়ে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন তাঁরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই সিরাজের দুরন্ত বোলিংয়ে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৩/৬ রান তুলতে পারে শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস (১৭) এবং দুশান হেমন্থ (১৩) কিছু সময়ের জন্য লড়াই চালিয়ে গেলেও। সিরাজ সাত ওভারে ৬/২১ দিয়ে শেষ করে দেন এবং পাণ্ড্যে ২.২ ওভারে ৩রান দিয়ে তিনটি উইকেট নেন। পাঁচ ওভারে বুমরাহ পান ১/২৩। শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই শেষ হয়ে যায়।
এরপর ৫১ রানের লক্ষ্য তাড়া করে খুব সহজেই কোনও উইকেট না হারিয়ে মাত্র ৬.১ ওভারের মধ্যেই ঈশান কিষান ২৩ এবং শুভমান গিল ২৭ রান তুলতে সক্ষম হন।
এরপরই ভারত তার অষ্টম এশিয়া কাপ শিরোপা জিতে নেয়। এরপর সিরাজ ’প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জিতে নেন। এবং কুলদীপ যাদব তাঁর স্পিন বোলিং এর জন্য ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার জিতে নেন। এছাড়াও শুবমান গিল ছয় ম্যাচে ৭৫.৫০ গড়ে ৩০২ রান, একটি সেঞ্চুরি এবং দুটি আর্ধশতরান করে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার