Saturday, November 8, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটতৃতীয় টেস্টের লড়াইটাই ওল্ড ট্র‌্যাফোর্ডে ভারতীয় ক্রিকেট দলের সিরিজ বাঁচানোর ইউএসপি

তৃতীয় টেস্টের লড়াইটাই ওল্ড ট্র‌্যাফোর্ডে ভারতীয় ক্রিকেট দলের সিরিজ বাঁচানোর ইউএসপি

অলস্পোর্ট ডেস্ক:‌ বুধবার ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্র‌্যাফোর্ডে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার বাঁচাতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে দারুনভাবে কামব্যাক করেছিলেন শুভমান গিলরা। সিরিজে ১-‌১ সমতা ফিরিয়ে মানসিকভাবে ভাল জায়গায় ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে মুঠোর মধ্যে পেয়েও অপ্রত্যাশিত হারে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে, এমন মনে না হলেও, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ঝামেলায় ফেলেছে একাধিক ক্রিকেটারের চোট। বিশেষ করে বোলিং বিভাগে। সেই সমস্যা সরিয়ে রেখে ভারতীয় ক্রিকেট দল নিজেদের সেরা তুলে ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজে আবার সমতা ফিরিয়ে, পঞ্চম টেস্ট জিতে সিরিজ দখলের অনন্য নজির গড়তে পারে কিনা, সেটাই এখন দেখার।

এর আগে কোনও ভারতীয় ক্রিকেট দল ৫ টেস্টের সিরিজে ০-‌১ বা ১-‌২ ফলে পিছিয়ে থেকে সিরিজ জিততে পারেনি। তাই এবার অ্যান্ডারসন-‌তেন্ডুলকার ট্রফি সিরিজ ড্র করা বা জেতার কঠিন চ্যালেঞ্জ নিয়ে ওল্ডট্র‌্যাফোর্ডে নামতে হবে শুভমান গিলদের। এমন একটা পরিস্থিতির মুখে পড়তে হত না, তৃতীয় টেস্টে জেতা ম্যাচটা মাঠে ফেলে না এলে। লর্ডসে ২২ রানে হারের মূল কারণ ভারতীয় ব্যাটারদের চতুর্থ ইনিংসে অবিবেচক ব্যাটিং। মূলত ওপরের দিকে ব্যাটারদের শট সিলেকশনের গলদে। তবু জেতার প্রায় দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত, শেষেরদিকে রবীন্দ্র জাদেজার সঙ্গে নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের জন্য। জয়ের জন্য মাত্র ২২ রান বাকি থাকতে শোয়েব বশিরের বলে ঠকে গিয়ে সিরাজ আউট হন। অথচ একটা সময় মনে হয়েছিল ভারত ৮০ থেকে ৮৫ রানের লজ্জার হারের মুখ দেখবে।

তবে তীরে এসে এই তরী ডোবাটা আরও বেশি করে কষ্ট দিচ্ছে সিরাজ ও তাঁর সতীর্থদের। সাময়িক মুষড়েও পড়েছিল ভারতীয় শিবিরে ওই হারে। কিন্তু সেই ভেঙে পড়া ভাবটা কাটিয়ে ফেলেছে দ্রুত, চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে জোরালো ধাক্কা দিতে, তৃতীয় টেস্টের লড়াকু মনোভাবটা সম্বল করে। তবে সমস্যাটা অন্য জায়গায়। ক্রিকেটারদের চোট চিন্তা। দলের ফার্স্ট ইলেভেন বাছাইয়ের ক্ষেত্রে, যেটা বেশি করে মাথায় রাখতে হচ্ছে অধিনায়ক শুভমান গিল, চিফ কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে।

দলের মেডিকেল টিম ও ফিটনেস কোচের ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। কে আনফিট, আর কে ফিট, সেটা নির্ধারণ করে টিম ম্যানেজমেন্টকে জানানো। বোলিং আর্মে চোট পেয়ে আরশদীপ চতুর্থ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন। আকাশদীপ নেটে বল শুরুর কিছুক্ষণের মধ্যেই আরশদীপের পাশে দর্শকের ভূমিকা নেন, কুঁচকির চোট কাটিয়ে উঠতে না পারায়। স্বাভাবকিভাবেই টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে, যশপ্রীত বুমরা আর মহম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় পেসারের ভূমিকায় কে আক্রমণ শানাবেন?‌ নেটে অভিষেকের অপেক্ষায় থাকা হরিয়ানার পেসার আনসুল কম্বোজ একঘন্টার বেশি সময় কোচ মরনি মরকেলের কড়া নজরে বোলিং করলেন প্রসিদ কৃষ্ণা, সিরাজ, বুমরা ও শার্দুল ঠাকুরের সঙ্গে। শুধু তাই নয়, নেটে কিছুটা সময় ব্যাটিংও করেন কম্বোজ। ব্যাটিং প্র‌্যাকটিস সারলেন শার্দুলও। চোট পেয়ে ছিটকে যাওয়া নীতিশ কুমার রেড্ডির বদলি হিসেবে শার্দুলকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments