অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটারদের মধ্যে এখন অন্যতম মুখ তিলক ভর্মা। আসন্ন এশিয়া কাপ ২০২৩-এ ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা নিজে তাঁকে ১৭ জনের স্কোয়াডে বেছে নিয়েছেন এবং রোহিতের এই সিদ্ধান্তকে অনেক প্রাক্তন ক্রিকেটাররাই ‘সঠিক’, ‘সাহসী’বলে আখ্যা দিয়েছেন।
এদিকে ভারতের হয়ে এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি তিলক ভর্মার। আইপিএল ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্সে ভাল খেলে সকলের নজরে আসেন তিলক। তারপর ভারতের টি২০ দলে সুযোগ পাওয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচটি ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে ৩৪.৮০ গড়ে মোট স্কোর ১৭৪, এবং সঙ্গে একটি উইকেটের পাশাপাশি একটি হাফ সেঞ্চুরিও করেছেন। ক্যারিবিয়ান সিরিজে সব থেকে বেশি রান তাঁর ব্যাটেই এসেছে। তাঁর এই দুর্দান্ত পারফর্মেন্স দেখে দল তাঁকে ওডিআইতে খেলার সুযোগ করে দিয়েছে। তাও আবার এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে। এমন সুযোগ পেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছেন হায়দরাবাদের এই বাঁহাতি ব্যাটার।
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিলক বলেন, ‘‘ভাবতেই পারছি না যে, ওয়ানডে ক্রিকেটে আমার অভিষেক তাও আবার এশিয়া কাপে হতে পারে। ভারতের হয়ে একদিন ওডিআই খেলব সেই বিশ্বাস আমার ছিল। কিন্তু ভাবিনি এশিয়া কাপের মতো টুর্নামেন্টে সেটা হতে পারে। টি২০-তে অভিষেকের বছরেই, ওয়ানডে ক্রিকেটেও খেলার সুযোগ, আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো। আমি খুবই খুশি যে আমি এশিয়া কাপ খেলব। আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে, আমি ওডিআইতেও ভাল করার চেষ্টা করব।’’
আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন তিলক। সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কেরর কথা উঠতে তিলক বলেন, “রোহিত ভাই সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। আইপিএলের সময়েও, যখন আমি প্রথম বার খেলতে নেমেছিলাম, তখন রোহিত ভাই আমাকে চাপ নিতে বারণ করেছিলেন। তিনি আমাকে বলেন যে কোনও সময় আমি ওঁর সঙ্গে কথা বলতে পারি। খেলা নিয়ে কোনও সমস্যা হলে, কিংবা যে কোনও সময়ে, রোহিত ভাইয়ের কাছে সবকিছু নিয়ে কথা বলা যায়। তিনি সব সময় আমাকে বলেছেন খেলা নিয়ে চাপ না নিতে, মজা করে খেলতে, তাঁর সেই নির্দেশই পালন করে চলেছি আমি।’’
৩০ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার