অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দিন-রাতের টেস্টের প্রথম দিনই একটি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল। ভারতীয় ব্যাটার কেএল রাহুল প্রথম সেশনে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছেন বলে মনে হয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সেটি নো-বল হওয়ায় তিনি লাইফলাইন পেয়ে যায়। যদিও তিনি তা কাজে লাগাতে পারেননি। আর এক ওপেনার যশস্বী জয়ওয়ালের সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামা রাহুল ম্যাচের প্রথম বলেই ওপেনিং পার্টনাপ যশস্বী জয়সওয়ালকে হারান। তারপর, বোল্যান্ডের প্রথম বলেই উইকেট-রক্ষকের হাতে বলটি জমা হয় রাহুলের ব্যাটে লেগে। কিন্তু সেটা যে নো বল হয়ে গিয়েছে তা বুঝতে পারেনি কোনও দলই। অস্ট্রেলিয়া দলের উৎসবও চলে বেশ কিছুক্ষণ সঙ্গে চার নম্বরে ব্যাট করতেও নেমে পড়েন বিরাট কোহলি। এর পরই ঘটে আসল ঘটনা।
এর পরই উৎসব থামিয়ে অস্ট্রেলিয়ার প্লেয়াররা দেখতে পান ফিল্ড আম্পায়ার নো-বল ঘোষণা করেছেন। ততক্ষণে বিরাট কোহলি মাঠে নেমে পড়েছেন। যেহেতু নো-বল ঘোষণা করা হয় সেহেতু ক্রিজে থেকে যান কেএল রাহুল। এবং আম্পায়াররা বিরাট কোহলিকে মাঠ ছেড়ে ফিরে যেতে বলেন।
যেটা বিষয় সেটা হল যে রাহুলের ব্যাটের পাশ দিয়ে বল চলে গেলেঁ স্নিকো কোনও স্পাইক দেখায়নি। ভারতীয় ব্যাটারের কলটি পর্যালোচনা করার কোনও উদ্দেশ্য ছিল কিনা তা স্পষ্ট নয়।
পরে একই ওভারে স্লিপে রাহুলের ক্যাচ ফেলেন উসমান খোয়াজা, যা আরও একবার লাইফলাইন দেয় ভারতকে। এবং অস্ট্রেলিয়ার জন্য হতাশার তো বটেই। তাও রাহুল বড় রানে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ৬৪ বলে ৩৭ রান করে আউট হন তিনি, এবং মিচেল স্টার্ক দিনের দ্বিতীয় উইকেটটি তুনে নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্টের দলে তিনটি পরিবর্তন করেই এদিন নেমেছিল ভারত। রোহিত শর্মা, শুভমান গিল এবং রবিচন্দ্রন অশ্বিন প্রথম টেস্টের দলে ছিলেন না। দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুড়েল এবং ওয়াশিংটন সুন্দরকে বাইরে বসিয়ে এই তিন তারকাকে দলে রাখা হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার