অলস্পোর্ট ডেস্কঃ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম তিন শক্তিশালী দেশ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই তিন দেশে গিয়ে কোনও ক্রিকেট ম্যাচ, বিশেষত টেস্ট ম্যাচ জেতা বা সিরিজ জেতা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই তিন ধরনের আলাদা আলাদা চরিত্রের উইকেটে মানিয়ে নেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ সামলে তিনটি ভিন্ন ধরনের পিচে শতরান করাটা আরও কঠিন কাজ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে হাতেগোনা কয়েক জন এই কাজটি করতে সমর্থ হয়েছেন। আর শনিবার এজবাস্টনে শতরান করে সেই বিরল নজিরের তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন উসমান খোয়াজা ।
চলতি অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সেখানেই অজিদের প্রথম ইনিংসে একটি অনবদ্য শতরান করে এই বিরল নজিরের তালিকায় উঠে এসেছেন বাঁ-হাতি ওপেনার উসমান খোয়াজা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের থেকে এখনও অজিরা পিছিয়ে রয়েছে ৮২ রানে। হাতে রয়েছে পাঁচ উইকেট। ক্রিজে ১২৬ রান করে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। খেলেছেন ২৭৯ বল। তাঁর ইনিংসে মেরেছেন ১৪টি চার এবং দু’টি ছয়। তাঁর সঙ্গে উইকেটে অপরাজিত রয়েছেন কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি । ৮০ বল খেলে ৫২ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং একটি ছয়ে।
উসমান খোয়াজা এবং অ্যালেক্স ক্যারি ছাড়াও এদিন অজিদের হয়ে রান পেয়েছেন ডব্লুটিসি ফাইনালে শতরানকারী ট্রেভিস হেড। তিনি করেছেন ৫০ রান। ক্যামেরুন গ্রিন করেছেন ৩৮ রান। অজিদের টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার (৯),মার্নাস ল্যাবুশান (০) এবং স্টিভ স্মিথ (১৬) এদিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি। তবে দিনের শেষে অপরাজিত ১২৬ রান করে নয়া রেকর্ড গড়ে ফেলেছেন উসমান খোয়াজা।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে এক বছরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে শতরানকারী ক্রিকেটারদের তালিকা :
১) অ্যাডাম গিলক্রিস্ট (২০০১)
২) স্টিভ ওয়া(২০০১)
৩) অ্যালিস্টার কুক (২০০৬)
৪) পল কলিংউড (২০০৬)
৫) এবি ডি‘ভিলিয়ার্স (২০০৮)
৬) মাইকেল ক্লার্ক (২০১৩)
৭) বিরাট কোহলি (২০১৮)
৮) উসমান খোয়াজা (২০২৩)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার