Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটনাইটদের জিতিয়ে রেকর্ড গড়লেন বরুণ

নাইটদের জিতিয়ে রেকর্ড গড়লেন বরুণ

অলস্পোর্ট ডেস্কঃ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার। যিনি শেষ ওভারে মাত্র তিন রান দেন। সঙ্গে তুলে নেন একটি উইকেট। সেই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্সের প্রয়োজন ছিল নয় রান। হাতে ছিল তিন উইকেট। ক্রিজে ছিলেন আবদুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। সামাদ অনায়াসে বড় শট মারতে পারেন। ভুবনেশ্বর যথেষ্ট ভালো ব্যাটার। সেই পরিস্থিতিতে ২০ তম ওভারে কাকে বল করতে দেবেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন বিশেষজ্ঞরা। কারণ কেকেআরের হাতে একাধিক সুযোগ ছিল। শার্দুল ঠাকুরের কোটা শেষ হয়নি। ওভার পড়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনুকূল রায়দেরও। তবে শেষপর্যন্ত দলের ‘সেরা’ বোলার বরুণের উপর আস্থা রাখেন কেকেআরের অধিনায়ক।

প্রথম বলে আবদুল সামাদকে এক রানের বেশি দেননি। দ্বিতীয় বলে স্ট্রাইকে আসেন ভুবি। লেগবাই হিসেবে এক রান নেয় সানরাইজার্স। তৃতীয় বলে সামাদকে আউট করেন বরুণ। বলটা আহামরি ছিল না। ২০ তম ওভারের ওটাই সবথেকে খারাপ বল ছিল। কিন্তু লেগ সাইডে বড় বাউন্ডারির যে অ্যাডভান্টেজ ছিল, সেটা বরুণের ভাগ্য পালটে দেয়। চতুর্থ বলে কোনও রান দেননি বরুণ। পঞ্চম বলে এক রান দেন। ষষ্ঠ বল ডট হয়। শেষপর্যন্ত চার ওভারে ২০ রান দিয়ে এক উইকেট নেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments