অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ ৪১ রানে জিতে নেন রোহিতরা। এর কয়েক মিনিট পরেই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের স্ট্যান্ডে ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা যায় যা পৌঁছোয় হাতাহাতিতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন শ্রীলঙ্কান প্রথম আক্রমণ করেন এক দর্শককে। তিনি পাল্টা ধাক্কা মারেন এই শ্রীলঙ্কান দর্শককে। সমস্ত বিশৃঙ্খলার মধ্যেই দেখা যায় একজন মহিলা পুলিশ অফিসার কয়েকজন দর্শকের সঙ্গে কিছু নিয়ে আলোচনা করছেন। দুই সমর্থকের মধ্যে ঝামেলার কী কারণ ছিল তা স্পষ্ট নয়, তবে খালি স্ট্যান্ড দেখে মনে হচ্ছে ঘটনাটি ম্যাচের পরেই ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য দর্শকরা দু’জনকে আলাদা করছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কুলদীপ চার উইকেট নেন। শেষ দুই উইকেট নিয়ে তিনি ভারতের জয় সুনিশ্চিত করেন। শ্রীলঙ্কাকে জিততে ২১৩ রান করতে হত। কিন্তু ১৭২ রান করেই শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায়। এই জয়ের পরেই ভারত রবিবার ফাইনালে খেলা সুনিশ্চিত করে। এশিয়া কাপে ভারতকে তিনদিন ধরে ম্যাচ খেলতে হয়েছে। তারপরও সকলেই ক্লান্তি ভুলে তাঁদের সেরাটা দিয়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপ পাঁচটি উইকেট নিয়েছিলেন। কুলদীপের ছন্দ এবং ধারাবাহিকতার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রশংসা করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার