অলস্পোর্ট ডেস্ক: গত প্রায় এক বছর ধরে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে হারার যন্ত্রণা যে বয়ে বেড়াচ্ছিল ভারতীয় ক্রিকেট দল তা প্রমান হয়ে গেল টি২০ বিশ্বকাপ ২০২৪ জয়ের সঙ্গেই। আবেগে ভাসলো পুরো ভারতীয় ক্রিকেট দল। ভারত অধিনায়ক রোহিত শর্মা শনিবার দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয় উদযাপন করলেন অনন্য উপায়ে। বার্বাডোজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রোহিতের দল আইসিসি ট্রফির ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল।
অদম্য এক স্নায়ুর লড়াই জিতে নিল ভারতের ক্রিকেটাররা। সমস্ত ভারতীয় শিবির ভাসল আনন্দাশ্রুতে। তবে রোহিত যা করলেন তা অভিনব। রোহিত মুহূর্তটিকে সারাজীবনের জন্য নিজের মধ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁকে দেখা গেল যে পিচে এই জয় এল তাঁর মাটি খেতে।
আইসিসি দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে, রোহিতকে বার্বাডোজের পিচ থেকে মাটি তুলতে দেখা যায় যেখানে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল। এবং হিটম্যান সেই মাটি তাঁর মুখে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে দু’বার তিনি এটা করেন তারপর উঠে দাঁড়ান।
দেখুন ভিডিও:
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার