অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি ২০১২-র এই প্রথম আবার রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে চলেছেন। ৩০ জানুয়ারি থেকে রেলওয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে তিনি খেলবেন, সেটা টিম ম্যানেজমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছেন বিরাট। কোহলি ২৩ জানুয়ারি রাজকোটে শুরু হতে চলা সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির আসন্ন অ্যাওয়ে ম্যাচের খেলতে পারছেন না, ঘাড়ে চোট রয়েছে। কিন্তু তিনি ডিডিসিএ-কে জানিয়েছেন যে তিনি দলের শেষ রঞ্জি ট্রফি লিগ ম্যাচের জন্য তৈরি।
“বিরাট ডিডিসিএ সভাপতি (রোহন জেটলি) এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে তিনি রেলওয়ের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত,” দিল্লির প্রধান কোচ সরনদীপ সিং পিটিআইকে বলেছেন৷
এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পর ফিটনেস সমস্যা না থাকলে বিসিসিআই তাঁর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে।
কোহলি সর্বশেষ রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন ২০১২ সালের নভেম্বরে যখন দিল্লি গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিল।
বিসিসিআই-এর এই নির্দেশের পর রঞ্জি ট্রফির শেষ দুই রাউন্ড তারকা-খচিত ম্যাচ হতে চলেছে।
কোহলির ভারত ও দিল্লির সতীর্থ ঋষভ পন্থ ছয় বছরের মধ্যে প্রথম রঞ্জি ম্যাচ খেলবেন যখন তিনি রাজকোটে মাঠে নামবেন। রেলের খেলায় তাকেও কোহলির সঙ্গে দেখা যেতে পারে।
শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর, ভারত অধিনায়ক রোহিত শর্মা ঘরের মাঠে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচের জন্য তাঁর প্রাপ্যতা নিশ্চিত করেছেন।
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাডেজা-সহ অন্যান্য ভারতীয় তারকাদেরও তাদের নিজ নিজ দলের হয়ে রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে খেলতে দেখা যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার