অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি সব সময়ই বলে এসেছেন তাঁর আইডল সচিন তেন্ডুলকর। একটা সময়ের পর থেকে সেই সচিনের সঙ্গে শুরু হয় তাঁর তুলনা। আর সেই তুলনায় তিনি একশো শতাংশ সফল। বার বার প্রমাণ করে দিচ্ছেন সচিনকে যদি কেই ছুঁতে পারেন তাহলে সেটা বিরাট। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মাটিতেই বিরাট ভেঙেছেন একাধিক সচিনের রেকর্ড। তার মধ্যে অন্যতম তাঁর ৪৯ ওডিআই সেঞ্চুরির রেকর্ড। এই বিশ্বকাপের ম্যাচেই বিরাট কোহলি ৪৯ সেঞ্চুরি করে ছুঁয়েছেন সচিনকে। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০তম সেঞ্চুরি করে ছাঁপিয়ে গিয়েছেন নিজের হিরোকেই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের সামনেই তাঁর রেকর্ড ভাঙেন বিরাট। মাঠ থেকেই তাঁর আইডলকে স্যালটু জানান। আর রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পাইনালে গোটা দেশ তাকিয়ে বিরাটেরই দিকে। তাঁর ব্যাটে আরও একটা সেঞ্চুরি দেখতে চায় ফ্যানরা।
সেই ম্যাচে খেলতে নামার আগে সচিনের থেকে পাওয়া উপহার দেখে আপ্লুত বিরাট কোহলি। বিরাটের হাতে তিনি তুলে দিলেন তাঁর শেষ ওডিআই ম্যাচের অটোগ্রাফ জার্সি। সঙ্গে বেশ কিছু ছবি। যা নিয়ে পোজও দিলেন বিরাট কোহলি। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে মুখোমুখি বয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার