নিজস্ব সংবাদদাতাঃ চলতি আইপিএল -এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে ২৪ রানের ব্যবধানে জিতেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচেই একাধিক নজির গড়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে নজির গড়ার পাশাপাশি ভেঙেছেন একাধিক নজিরও।
এদিন আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ব্যাটার হয়ে ৬৫০০ রান করারও নজির গড়েছেন তিনি। মাত্র ১৮৬ ইনিংস খেলে এই নজির গড়েছেন তিনি। পাশাপাশি শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে এক এলিট লিস্টেও নিজের নাম তুলেছেন বিরাট।
আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৬০০টি চার মারারও নজির গড়েছেন কোহলি। শিখর ধাওয়ানের ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৭৩০ টি চার এবং ডেভিড ওয়ার্নারের ঝুলিতে রয়েছে ৬০৮ টি চার। তবে আরসিবির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধে তাঁর অল্প চোট রয়েছে। ম্যাচে কোহলি মাত্র ৪৭ বলে ৫৯ রান করেন। অন্যদিকে ফ্যাফ ডু’প্লেসি ৫৬ বলে করেন ৮৪ রান। ম্যাচে ২০ ওভারে ১৭৪ রান করে আরসিবি। ২৪ রানে এদিনের ম্যাচ জেতে তারা।