Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটChampions Trophy 2025: বিরাট কোহলির ঘুরে দাঁড়ানোর মঞ্চে পাকিস্তান বধ ভারতের

Champions Trophy 2025: বিরাট কোহলির ঘুরে দাঁড়ানোর মঞ্চে পাকিস্তান বধ ভারতের

অলস্পোর্ট ডেস্ক: তিনি ফিরলেন, ফিরলেন রাজার মতোই। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পুরো করলেন সঙ্গে নিশ্চিত করলেন ভারতের জয়। প্রথম ম্যাচে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য মহম্মদ শামির ঝুলি। আর এটাই ক্রিকেট। এই পরিসংখ্যান এটাই বুঝিয়ে দেয়, একজন না পারলে অন্যজন আছে। ঠিক যেমন বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমান গিল। আর এদিন সেই দায়িত্বটা তুলে নিলেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত শ্রেয়াস আইয়ারের। গত ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছিলেন হর্ষিত রানা, আর এদিন তাঁর সংগ্রহ মাত্র এক। তবে দুই পেসারের উইকেট ক্ষরা রবিবার দুবাইয়ের মাঠে ঢেকে দিয়েছেন দলের স্পিনাররা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে দুই বল বাকি থাকতে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ২৪২ রানের লক্ষ্যে নেমে ভারত ৪৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।

এদিন পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমে ইমাম-উল-হক ১০ ও বাবর আজম ২৩ রান করে আউট হন। ৪৭-২ থেকে দলের রানকে ১৫১-তে নিয়ে যান দলের তিন ও চার নম্বর ব্যাটার সৌদ শাকিল ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান। শাকিলের ৬২ ও রিজওয়ানের ৪৬ রানের ইনিংস পাকিস্তানের রানকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যায়। এছাড়া সলমনন আঘা ১৯, তায়াব তাহির ৪, খুশদিল শাহ ৩৮, শাহিন শাহ আফ্রিদি ০, নাসিম শাহ ১৪, হ্যারিস রউফ ৮ রান করে আউট হন। আবরার আহমেদ রানের খাতা খুলতে পারেননি। ৪৯.৪ ওভারে পাকিস্তান থামে ২৪১ রানে।

এদিন ভারতের হয়ে বল হাতে সফল কুলদীপ যাদব। তিন উইকেট তুলে নেন তিনি। এছাড়া দুই উইকেট নেন হার্দিক পাণ্ড্যে। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, অক্ষ প্যাটেল ও রবীন্দ্র জাডেজা। এদিন এক উইকেটের সঙ্গে। ভারতের ফিল্ডিংয়েও নিজের সেরাটা দেন অক্ষর প্যাটেল। ওপেনার ইমামকে সরাসরি থ্রোয়ে রান আউট করার পাশাপাশি হ্যারিসের রান আউটের পিছনেও ভুমিকা রাখেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ রান করা শাকিলের ক্যাচও জমা হয় তাঁরই হাতে। বলে হার্দিক।

২৪২ রানের লক্ষ্যে নেমে যে ভাবে বিধ্বংসী মেজাজে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা তাতে মনেই হচ্ছিল বড় ইনিং খেলবেন। তবে সে গুড়ে বালি। ৫ বলে ২০ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। অন্যদিকে গত ম্যাচের মতই শুরু করেছিলেন শুভমান গিল। তবে সেঞ্চুরি রোজ রোজ আসে না। যেভাবে রোজ রোজ পাঁচ উইকেট আসে না। তবে ভিতটা তৈরি করে দিয়ে গেলেন তিনি। সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রানের ইনিংস খেললেন তিনি। তবে কে জানত এই ম্যাচ হতে চলেছে বিরাট কোহলির ঘুরে দাঁড়ানোর।

পাকিস্তানের বিরুদ্ধে কোহলি সব সময়ই অন্য মেজাজে থাকেন। বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলছিলেন, এই ম্যাচ হতে পারে বিরাটের ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর। হলও তাই। রোহিত, শুভমান ফিরে যাওয়ার পর দরকার ছিল একটা ভাল পার্টনারশিপের। যেটা শ্রেয়াসকে সঙ্গে নিয়ে দারুণভাবে করলেন বিরাট। ৬৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে নিজের ফর্ম জানান দিলেন শ্রেয়াস আইয়ারও। হার্দিক ৮ রান করে ফিরে গেলে মাঠে থেকে স্ট্রাইক রোটেট করে বিরাটকে সাহায্য করে গেলেন অক্ষর প্যাটেল. ৩ রানে অপরাজিত থাকলেন তিনি। আর কোহলি ১১১ বলে ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রানে অপরাজিত থাকলেন। ৪২.৩ ওভারে ৪ উইকেটে ২৪৪ রান তুলে নিল ভারত।

পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নিলেন শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট নিলেন আবরার আহমেদ ও খুশদিল শাহ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments