অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে বিরাট কোহলির আকস্মিক নাম প্রত্যাহার হওয়ার খবর সমস্ত ভক্তদের হতবাক করে দিয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) জানিয়েছিল, কোহলি প্রথম দু’টি ম্যাচ ‘ব্যক্তিগত কারণ’এর জন্য খেলতে পারছেন না। বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু হওয়ার কারণে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে দলে ভারতের তারকা ব্যাটারের জায়গায় কে আসবেন।
রিপোর্ট অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা রজত পাতিদারকে প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলে কোহলির পরিবর্তে ডেকে নেওয়া হয়েছে। পতিদার আপাতত বেশ কয়েকবছর ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, বিশেষ করে গত সপ্তাহে আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫১ রান করার পর তা আরও জোড়াল হয়েছিল। লায়ন্সদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তিনি ১১১ রান করেন।
ক্রিকবাজের খবর অনুযায়ী, তাঁকে দলে ডাকা হয়েছে। মঙ্গলবার হায়দরাবাদে বিসিসিআই-এর নমন অ্যাওয়ার্ডের সময় পাতিদারও উপস্থিত ছিলেন। তাঁর বাছাইয়ের অর্থ হল জাতীয় নির্বাচক কমিটি চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞদের দলে ফেরানোর কথা ভাবছে না। পাশাপাশি ঘরোয়া তারকা সরফরাজ খানকেও অপেক্ষা করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





