অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি এখনও তাঁর ৫০তম ওডিআই সেঞ্চুরিটি করতে পারেননি। তবে ৪৯টি সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে। রবিবার আরও একবার তিনি ছুঁয়ে ফেললেন মাস্টার ব্লাস্টারকে। বেঙ্গালুরুতে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ চলাকালীন আরও একটি হাফসেঞ্চুরির সঙ্গে তিনি ছুঁলেন সচিনকে।
এই বছরের ক্রিকেট বিশ্বকাপে এটি ছিল কোহলির সপ্তম অর্ধশতক এবং তিনি টুর্নামেন্টের এক সংস্করণে সর্বাধিক সংখ্যক অর্ধশতক সহ ব্যাটার হিসাবে সচিন তেন্ডুলকর এবং সাকিব আল হাসানের সমান জায়গায় পৌঁছে গেলেন। কোহলি ৫১ রান করেন ৫টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে।
একক বিশ্বকাপ সংস্করণে সর্বাধিক ৫০+ স্কোর
৭- সচিন তেন্ডুলকর (২০০৩)
৭ – সাকিব আল হাসান (২০১৯)
৭ – বিরাট কোহলি (২০২৩)
নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টেবিল-টপার ভারত তাদের ন’টি ম্যাচ জিতেই সেমিফাইনালে নামছে। বেঙ্গালুরুতে টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচের জন্য দল অপরিবর্তিতই রাখা হয়েছিল।
সেমিফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর একটি সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার