অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ ২০২৩-এর দিন ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। ঘরের মাঠে ২০১১-তে ট্রফি ওঠে ভারতের হাতে। এবার দেখার পালা এই বছর সেই বিশ্বকাপ আবার ঘরে ফেরাতে পারে কিনা ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ চান এ বছর বিরাট কোহলি-র জন্য ভারত বিশ্বকাপ জিতুক। ঠিক যেভাবে ২০১১-তে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল শচীনের জন্য।
একদিকে যেমন দেশের মাটিতে খেলার আনন্দ রয়েছে অন্যদিকে ভারতীয় দলের কাঁধে রয়েছে অনেক বড় গুরুদায়িত্ব। ভক্তদের পাশাপাশি সেহওয়াগও চান টিম ইন্ডিয়ার জয়। বিশ্বকাপের দিন ঘোষণার পর একটি টক-শো-তে কথোপকথোনের সময় তিনি জানান বিরাট কোহলি শুধুমাত্র একজন ভাল ক্রিকেটারই নন তিনি একজন বড় মাপের মানুষ। অন্যদের সাহায্য করতে তিনি কখনওই পিছ পা হন না। তাই সেহওয়াগ চান এই বিশ্বকাপ যেন তাঁর জন্যই জেতে ভারতীয় দল। তিনি চান দলের সব ক্রিকেটাররা যেন প্রাণপণ চেষ্টা করে ভারতকে জেতানোর জন্য। ২০১১-তে ভারতীয় দল যেমন নিজেদের সেরাটা দিয়েছিল শচীন তেন্ডুলকরের জন্য। ঠিক একইভাবে ভারতীয় দল নিজেদের সেরাটা দিয়ে খেলুক বিরাটের জন্য।
তিনি বলেন, ‘‘সবার কোহলির জন্য বিশ্বকাপ জেতা উচিত।’’ সেহওয়াগ আরও বলেন বিরাট কোহলি শচীনের মতোই একজন ভাল ক্রিকেটার। এই দুই ক্রিকেটাররাই সবসময় তাঁদের ১০০ শতাংশ দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‘কোহলির সঙ্গে শচীনের অনেক মিল রয়েছে। তাঁদের কথা বলা এবং খেলার ধরণ সব একই রকম। তাঁরা সবসময় স্থির থাকেন তাঁদের লক্ষ্যের দিকে। তাঁরা দু’জনেই সবেতে অসাধারণ।’’
কোহলি সব সময় নিজের সেরাটা দিয়ে প্রত্যেকটি ম্যাচ খেলেছেন। সেহওয়াগ বলেছেন, ‘‘আমি নিশ্চিত তিনি এ বছরও বিশ্বকাপের জন্য সমানভাবে উত্তেজিত। এই বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন ভক্তরা তাঁকে সব সময় সমর্থন করবে।’’
যে কোন খেলোয়াড় সিনিয়রদের রেকর্ড ভাঙতে চান। ঠিক তেমনি অনেকেই আশা রাখে শচীন তেন্ডুলকরের রেকর্ডও বিরাট কোহলি একদিন ভাঙবেন। সেহওয়াগও সেই একই কথা মনে করেন। বিরাটের লক্ষ্যই তাঁকে সাফল্য এনে দেবে।
সেহওয়াগ বলেন, ‘‘নতুন ক্রিকেটারদের আমি সবসময় বলি বিরাট কোহলির মত হতে। তাঁর থেকে কিছু শিখতে।’’ কারণ কোহলি যেভাবে খেলেন তা সত্যি অনবদ্য। কোহলি কখনওই হাল ছেড়ে দেন না এবং শেষ পর্যন্ত তিনি তাঁর সেরাটা দিয়ে খেলে যান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার