অলস্পোর্ট ডেস্কঃ চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ শামি স্বপ্ন পূরণের কথাই বলে গেলেন। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশার পারদ আরও চড়িয়ে শামি বললেন, ‘একশো শতাংশ সবাই বিশ্বাস করে যে, আমরা ম্যাচটি জিতব। আমরা সব সময়ে লড়াই করি, আমরা সারা বিশ্বের সর্বত্র ভালো পারফর্ম করছি। তাই বিশ্বাস করি, আমরা সবাই মিলেই এই ম্যাচ জিতব।’
আইসিসি-র ১০ বছরের ট্রফির খরা কাটাতে ৪৪৪ রানের বিশাল বোঝা পিঠে চাপিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে লড়াই শুরু করেছিল ভারত।। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৪। জিততে এখনও ২৮০ রান প্রয়োজন। হাতে অনেকটা সময়। ৭ উইকেটও রয়েছে এখনও। কিন্তু ধুপধাপ যে উইকেট পড়বে না, এমন গ্যারান্টি কোথায়! প্রথম ইনিংসের কথা ভুললে তো চলবে না!
রবিবার বিরাট কোহলি (৬০ বলে অপরাজিত ৪৪) এবং অজিঙ্কা রাহানে (৫৯ বলে অপরাজিত ২০) লড়াই শুরু করবেন। তাঁদের ঘাড়ে বিশাল দায়িত্ব। কিন্তু এই জুটি ভাঙলেই ভারতের চাপ হবে আকাশছোঁয়া। আর ভারত যদি ৪৪৪ রান তাড়া করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল জিততে পারে, তবে সেটা টেস্ট ক্রিকেটে ইতিহাস হয়ে যাবে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড করবে টিম ইন্ডিয়া। আর এই রেকর্ড হওয়ার অপেক্ষাতেই রয়েছেন ভারতের আপামর ক্রিকেট প্রেমীরা।
শামির গলায় ছিল অদ্ভূত এক আত্মবিশ্বাসের ছোঁয়া। তৃতীয় দিনের শেষে শার্দুল ঠাকুর যে দাবি করেছিলেন, তার সঙ্গে যেন হুবুহু মিলে যাচ্ছিল শামির আত্মবিশ্বাসের সুর। শুক্রবার ভারতের তারকা পেসার-আলরাউন্ডার বলেছিলেন যে, ‘যদি চাপ কাটিয়ে একটা বড় পার্টনারশিপ গড়া যায়, তা হলে ৪৫০ রান বা তার বেশি রানও তাড়া করা সম্ভব হবে।’ এখন এই বড় পার্টনাশিপের জন্য কোহলি এবং রাহানের দিকেই তাকিয়ে রয়েছে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার