অলস্পোর্ট ডেস্ক: অপেক্ষার দিন শেষ হল। রবিবার কলম্বোতে ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল ম্যাচ। তবে ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তা অন্য জায়গায়। চিন্তার কারণ হল বৃষ্টি, এশিয়া কাপের একাধিক ম্যাচে ভুগিয়েছে এই বৃষ্টি। মাঝপথে থামাতে হয়েছে খেলা কিংবা কমিয়ে আনতে হয়েছে ওভার। ফলে এশিয়া কাপ ২০২৩ নিয়ে হতাশ ভক্তরা। রবিবারের ম্যাচ নিয়েও আশঙ্কা রয়েই গিয়েছে। তাই সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচের মতো ফাইনালের জন্যেও রাখা হয়েছে একটি রিজার্ভ দিন, সোমবার। সব রকমভাবেই চেষ্টা করা হবে যাতে সোমবার অবধি ম্যাচ না গড়ায়। প্রয়োজনে ২০ ওভারের ম্যাচ খেলার কথাও ভাবা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া কলম্বোর আবহাওয়ার উপর কঠিন নজরদারি রাখছে এশিয়া কাপ কর্তৃপক্ষ।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিনের ম্যাচ শুরু হওয়ার আগে প্রতি ঘন্টার আবহাওয়ার রিপোর্ট দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
রবিবার কলম্বোর আবহাওয়া:
দুপুর ২টো: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
বিকেল ৩টে: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
বিকেল ৪টে: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
বিকেল ৫টা: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
সন্ধ্যা ৬টা: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৬১ শতাংশ
সন্ধ্যা ৭টা: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
রাত ৮টা: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৫৭ শতাংশ
রাত ৯টা: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
রাত ১০টা: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৬৫ শতাংশ
রাত ১১টা: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস
বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
ভারত সাতটি শিরোপা নিয়ে এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। এইবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় ক্রিকেট দল জিতলে, তাঁরা তাদের অষ্টম মহাদেশীয় শিরোপা পাবে। যেখানে রবিবার শ্রীলঙ্কা বিজয়ী কাপ হাতে পেলে ভারতের সঙ্গে যুগ্মশীর্ষে থাকবে তাঁরাও।
বাংলাদেশের বিপক্ষে খেলার দিনে ভারত তাদের প্রথম সারির প্লেয়ারদের বিশ্রামে রেখেছিল। তবে ফাইনাল ম্যাচে প্রথম একাদশে তাদের উপস্থিতি আশা করা হচ্ছে। ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল ফাইনাল থেকে চোটের কারণে বাদ পড়েছেন, ওয়াশিংটন সুন্দর তার পরিবর্তে দলে কভার হিসেবে খেলবেন।
অন্যদিকে, শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশানাকে ছাড়াই এদিন মাঠে নামতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। তিনি গভীর চোটের কারণে ম্যাচ থেকে বাদ পড়েছেন।
অতীতে দুইবার সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা ভারতের কাছে হেরে গিয়েছে। শুধুমাত্র ২০০৪ এবং ২০০৮-এ ফাইনালে ভারতকে হারাতে পেরেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০২৩-এর শিরোপা কোন দল ছিনিয়ে নেবে এইবার সেটাই দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার