অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল-এর সামনে এই ম্যাচ ছিল সিরিজ জয়ের। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে আগে থেকেই সিরিজ পকেটে পুড়ে নেওয়াটাই ছিল লক্ষ্য। কিন্তু তেমনটা হল না। বরং সিরিজ ১-১ করল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার আমেরিকার ব্রিজটাউনে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। প্রথমে ব্যাট করে ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত। এই লক্ষ্যে পৌঁছতে খুব বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিকে। দুই অভিজ্ঞ প্লেয়ারের অনুপস্থিতিই কি ভারতকে হারের মুখে ঠেলে দিল, উঠে গিয়েছে প্রশ্ন।
এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন ইশান কিষান ও শুবমান গিল। একদিনের সিরিজে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে আমূল পরিবর্তন এনেছে টিম ম্যাটনেজমেন্ট। দলের যুব শক্তিকে এগিয়ে দেওয়া হচ্ছে দায়িত্ব নেওয়ার জন্য। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিদায়ের সময় চলে এসেছে। এবার সামনে এসে দায়িত্ব নেওয়ার সময় হয়েছে পরবর্তী প্রজন্মের। কম শক্তিশালী দলের বিরুদ্ধেই সেই পরীক্ষা-নিরিক্ষাটা করে নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তাই আস্থা রাখা হচ্ছে ঈশান ও শুবমানের উপর। কিন্তু এই ম্যাচেও প্রথম ম্যাচের অ্যাকশন রিপ্লেই দেখা গেল।
ঈশানের ব্যাট থেকে যখন ঝকঝকে হাফ সেঞ্চুরি আসছে তখন সেই পর্যায়ে পৌঁছতে পারছেন না শুবমান গিল। এদিন ৫৫ বলে ৫৫ রানের ইনিংস খেললেন ঈশান কিষান। শুবমানের ব্যাট থেকে এল ৩৪। ৯০ রানের ওপেনিং জুটি হওয়ার পরও বাকি ব্যাটাররা সেই মঞ্চে বড় রানের লক্ষ্যমাত্রা তৈরি করতে ব্যর্থ। তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৯, অক্ষর প্যাটেল ১ ও অধিনায়ক হার্দিক পাণ্ড্যে ৭ রান করে আউট হয়ে যান। এর পর কিছুটা রান করার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। ২৪ রান করে আউট হন তিনি। রবীন্দ্র জাডেজা ১০, শার্দূল ঠাকুর ১৬ রান করে আউট হন। মুকেশ কুমারের ব্যাট থেকে ৬ ও উমরান মালিক কোনও রান না করেই প্যাভেলিয়নে ফেরেন। ৮ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড। দুটো উইকেট নেন আলজারি জোসেফ। একটি করে উইকেট নেন জেডেন সিলস ও ইয়ানিক কারিয়া। ১৮২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কেইল মেয়ার্স ভাল শুরু করতে ব্যর্থ হন। ব্রেন্ডন ১৫ ও কেইল ৩৬ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। তিন নম্বরে নেমে অ্যালিক আথানেজ ৬ রান করেই আউট হয়ে যান। প্রথম তিনটে উইকেটই নেন শার্দূল ঠাকুর। শিমরন হেটমেয়ার ফেরেন ৯ রানে। তাঁকে ফেরান কুলদীপ যাদব।
চার নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। ভারতের থেকে ম্যাচের মুখ নিজেদের দিকে ঘুরিয়ে নেন তিনি। হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। তাঁকে অনেক সময় ধরে সঙ্গ দিয়ে যান কেসি কার্টি। শাই হোপ ৬৩ ও কেসি কার্টি ৪৮ রানে অপরাজিত থাকলেন। এই দু’য়ের ব্যাটে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা। ৩৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠ থেকে বেরিয়ে বিদেশের মাঠে সাফল্যের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ তাই কার্যত ফাইনাল দুই দলের সামনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার