অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল-এর টানা ওয়েস্ট ইন্ডিজ সফর চলছে। তিন ম্যাচের টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হয়েছে এই সফর। সদ্য ওডিআই সিরিজ ২-১-এ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল টি২০ সিরিজ। পাঁচ ম্যাচের টি২০ খেলবে দুই দেশ। প্রথম ম্যাচে আমেরিকার তারোবায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫০। টি২০তে এই রান তাড়া করা খুব সহজ নয়। ভারত পারেওনি সেই লক্ষ্যে পৌঁছতে। চার রানে পিছিয়ে থেকে শেষ করে ভারত। হার দিয়ে শুরু হল টি২০ সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে যদিও কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ওপেন করতে নেমে ব্র্যান্ডন কিং ২৮ রান করলেও আর এক ওপনেরা কেইল মেয়ার্স মাত্র ১ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে তিন রানে থামেন জনসন চার্লস। এর পর কিছুটা রান তোলার চেষ্টা করেন দলের মিডল অর্ডার।
নিকোলাস পুরান ৩৪ বলে ৪১ ও অধিনায়ক রোভমান পাওয়েল ৩২ বলে ৪৮ রান করেন। এই দু’য়ের ব্যাটেই ভদ্রস্থ রানে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রান কর আউট হন শিমরন হেটমেয়ার। রোমারিও শেফার্ড ৪ ও জেসন হোল্ডার ৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্যে ও কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। দুই ওপেনার ঈশান কিষান ৬ ও শুবমান গিল ৩ রান করেই আউট হয়ে যান। ভারতের প্রথম উইকেট পড়ে দলগত মাত্র ৫ রানে। এর পর সূর্যকুমার যাদব ২১, তীলক ভর্ণা ৩৯, অধিনায়ক হার্দিক পাণ্ড্যে ১৯ ও সঞ্জু স্যামসন ১২ রান করে আউট হন। আর এখানেই ম্যাচ কঠিন হয়ে যায় ভারতের জন্য। অক্ষর প্যাটেল কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু ১৩ রানে প্যাভেলিয়নে ফেরেন তিনি। এর পর কুলদীপ ৩ ও অর্শদীপ সিং ১২ রান করে আউট হন।
২০ ওভার খেললেও লক্ষ্যে পৌঁছতে পারল না ভারত। ১৪৫-৯-এ থামতে হল ভারতের ব্যাটিংকে। চার রানে প্রথম টি২০ ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নিলেন জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয় ও রোমারিও শেফার্ড। একটি উইকেট নেন আকিল হোসেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার