অলস্পোর্ট ডেস্ক: ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া, যুব ক্রিকেটার স্যাম কনস্টাস বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাঁর বিস্ফোরক ৬০ রানের পাশাপাশি অন্য একটি কারণেও শিরোনামে উঠে এসেছেন। আর সেটা হল বিরাট কোহলির ধাক্কা। তার মধ্যেই অবশ্য তিনি বেশ কিছু বিস্ফোরক শট মারেন, বিশেষ করে যশপ্রীত বুমরাহকেও ছাড়েননি।১৯ বছর বয়সী ওপেনিং ব্যাটার ‘পুরো বিশ্বে তার প্রিয় খেলোয়াড়’ বিরাট কোহলির সঙ্গেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আউট হওয়ার পর কথা বলতে গিয়ে, কোহলির সঙ্গে কী ঘটেছিল তা নিয়ে কনস্টাস কথা বলেন। এই বয়সেই তিনি স্বাভাবিকের থেকে অনেকবেশি উদারতার পরিচয় দেন। তিনি বলেন যে আবেগের বশে এমনটা হয়।
কোহলির বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই বলেই জানিয়ে দেন। এমন কী সবাই কোহলির বিরুদ্ধে কথা বললেও তিনি, এই ধাক্কা ‘ইচ্ছাকৃত’ বলেননি।
“আমি মনে করি আবেগ আমাদের দু’জনের মধ্যেই ছিল। আমি বুঝতে পারিনি কারণ আমি আমার গ্লাভস ঠিক করছিলাম। এমনটা ক্রিকেটে ঘটে,” কনস্টাস সম্প্রচারকারী সেভেন ক্রিকেটকে বলেছেন। শুনুন আর কী কী বললেন কনস্টাস—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার